'সঙ্গমের সময় নিজের গান শোনেন সুশান্ত', ভুয়ো খবরে জেরবার, ক্ষোভ প্রকাশ কঙ্গনা

  • সুশান্তের মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড 
  • কী কী কারণে অবসাদ গ্রাস করেছিল অভিনেতাকে
  • একে একে প্রকাশ্যে আনছেন কঙ্গনা রানওয়াত
  • একাধিক ভুয়ো খবরও সুশান্তের মানসিক চাপ সৃষ্টি করেছিল 

সুশান্ত সিং রাজপুত, অকালে চলে যাওয়াটা এক কথায় আজও মেনে নিতে নারাজ গোটা দেশ। প্রকাশ্যে আসা নানা তথ্য অনুযায়ী, সুশান্ত সিং ভুগছিলেন মানসিক সমস্যায়। অবসাদে ঢুবে যাচ্ছিল সুশান্ত। কারণ হিসেবেও প্রকাশ্যে উঠে আসে একাধিক তথ্য। সুশান্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর কোনও গড ফাদার নেই। বলিউড তাঁকে এখনও নিজের করেনি, তাও জানিয়েছিলেন সকলকে। 

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের পাশে বলিউড, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভুমি

Latest Videos

বর্তমানে ক্ষতিয়ে দেখা হচ্ছে সেই সমস্ত তথ্য। ঠিক কী কী কারণে সুশান্তের এই পরিণতি ! তদন্তে মেমেছেন পুলিশ। একইভাবে নেট দুনিয়ায় নেপোটিজম নিয়ে সরব হয়েছেন অনেকেই। সম্প্রতি সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা খোলসা করেছেন বাইরে থেকে আসা তারকাদের কীভাবে যুদ্ধ করে নিজের জায়গা করে নিতে হয়। জানিয়েছিলেন, অবসাদের জন্য যতটা দায়ী বলিউডের মাথারা, ঠিক ততটাই দায়ী হচ্ছে তারকাদের নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো খবর। 

 

 

একজন যখন নতুন কেরিয়ার তৈরি করতে শুরু করেন, তখন তাঁর জন্য নিজের ইমেজ বজায় রাখাটাই প্রধান লক্ষ্য হয়ে ওঠে। কিন্তু সুশান্ত সিং রাজপুতকে একাধিক ভুয়ো খবর জেরবার করেছিল। দিনক্ষণ ধরে ধরে বিশ্লেষণ করলেন কঙ্গনা। কখনও উঠে এসেছিল সুশান্ত সঙ্গমের সময় নিজের সিনেমার গান শোনেন, কখনও আবার সামনে এসেছিল সুশান্ত পার্টিতে কারুর মাথায় বোতল ভেঙেছেন। এই ধরনের ফেক নিউজও সুশান্তের অবসাদের অন্যতম কারণ দাবি কঙ্গনার। 

Share this article
click me!

Latest Videos

'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি