আজও কেন অবিবাহিত কঙ্গনা, কেনও ঘুচল না আইবুড়ো তকমা, নিজেই ফাঁস করলেন কুইন

কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তার সঙ্গে যেন জুড়ে রয়েছে বিতর্ক। তবে বি-টাউনের বিয়ের মরশুমে ফের খবরের শিরোনামে উঠে এলেন কঙ্গনা। একে একে সকলেই তার মনের মানুষের সঙ্গে গাটছড়া বাঁধছেন। তবে তিনি কেন খুঁজে পাচ্ছেন না মনের মানুষ। কেনও আজ অবিবাহত রয়ে গেলেন কঙ্গনা রানাউত। এই প্রশ্নেই সরগরম নেটদুনিয়ায়।

কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তার সঙ্গে যেন জুড়ে রয়েছে বিতর্ক। তবে বি-টাউনের বিয়ের মরশুমে ফের খবরের শিরোনামে উঠে এলেন কঙ্গনা। একে একে সকলেই তার মনের মানুষের সঙ্গে গাটছড়া বাঁধছেন। তবে তিনি কেন খুঁজে পাচ্ছেন না মনের মানুষ। কেনও আজ অবিবাহত রয়ে গেলেন কঙ্গনা রানাউত। এই প্রশ্নেই সরগরম নেটদুনিয়ায়।

সলমনের মতো নাকি আইবুড়ো তকমা তারও ঘোচার নয়।  তার বিয়ে-প্রেম নিয়ে নেটপাড়া উত্তাল। কেন আজও সিঙ্গল তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। চলতি মাসেই মুক্তি পাচ্ছে কঙ্গনার রানাউত ও অর্জুন রামপাল অভিনীত ছবি ধাকড়। আপতত তার প্রচারেই ব্যস্ত রয়েছেন সকলেই। অন্যদিকে রিয়্যালিটি শো 'লক আপ'-এ নিয়েও বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত বেশ চর্চায় ছিলেন। তবে 'লক আপ'-শেষ হতেই প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন কঙ্গনা। আর সেখানেই ফাঁস হল কেন তিনি আজও সিঙ্গল।

Latest Videos

 

 

আরও পড়ুন-একাধিক পুরুষের সঙ্গে সেক্স, কামের নেশায় আসক্ত সানিকে কীভাবে বিয়েতে রাজি করিয়েছিলেন ড্যানিয়েল

আরও পড়ুন- ২ মাসের প্রেগন্যান্ট ক্যাটরিনা, কবে আসবে নতুন অতিথি? মুখ খুললেন ভিকির মুখপাত্র

বলিউডের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে সর্বদাই অনেকের থেকে এগিয়ে রয়েছে কঙ্গনা রানাউত ।বলিউডে কোনও গডফাদার না থাকলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি বি-টাউনে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। ফ্ল্যাট অ্যাবস,টোনড ফিগারে ভক্তদের পাগল করে দিচ্ছেন কঙ্গনা রানাউত। বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত সর্বদাই থাকেন খবরের শিরোনামে। ফ্যাশন ছবিতে নিজের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।  এই ছবির জন্যই প্রথম সাপোর্টিং অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। ইতিমধ্যেই তিনটি জাতীয় পুরস্কার এবং ২০২০ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হয়েছেন কঙ্গনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে  কঙ্গনা জানান, তাকে নিয়ে গুজবের শেষ নেই। সেই কারণেই ছেলেরা ভয়ে সরে যান।  তবে কি সত্যি বাস্তবেও এরকম কুইন? এই প্রশ্নের জবাবে  কঙ্গনা জানিয়েছেন, তাই কি মনে হয়? আমি কাকে মারধর করব? তবে রসিকতা করার পর তিনি বলেন, সংবাদমাধ্যম যা যা গুজব রটায় আমার নামে তাতে এও শুনেছি  আমি নাকি ছেলেদের ধরে মারি। এই সমস্ত শুনেই আমার ধারে কাছে কেউ ঘেঁষে না।  ইতিমধ্যেই মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ধাকড়-এর ঝলক। যা ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটমাধ্যমে। বহু মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।  রজনীশ ঘাই পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি মাসের ২০ মে। আপাতত মুক্তির অপেক্ষায় দর্শক।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury