বলিউডের কন্ট্রোভার্সি কুইন বললেই একজনের নাম মাথায় আসে তিনি হলেন কঙ্গনা রানাউত। সবসময়েই কোনও না কোনও গসিপে সবার শীর্ষে উঠে আসে তার নাম। একাধিক সম্পর্কে জড়িয়ে জীবনে নানা রকমের সময়ের মধ্যে দিয়ে দিন কেটেছে তার। সম্প্রতি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী। আর এই লকডাউনের মধ্যেই নিজের অতীতে ফিরে গেছেন অভিনেত্রী।
আরও পড়ুন-'ভাইরাস ভার্সান ২০২০' পুরোপুরি মুছে দিতে চান অমিতাভ, কিন্তু কেন...
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেখানেই পুরোনো স্মৃতি রোমন্থন করেছেন অভিনেত্রী। এমন খারাপ সময়ের মধ্য দিয়ে তিনি গেছেন যে একটা সময়ে মৃত্যুকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তার এই ভিডিওবার্তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখে নিন ভিডিওটি।
আরও পড়ুন-লকডাউনে পরিচারিকার কাজ করছেন হিনা, ফাঁস হল গোপন ছবি...
ভিডিওটিতে কঙ্গনা জানিয়েছেন, ' লকডাউনে অনেকেই হয়তো ডিপ্রেশনে চলে গেছেন। তারও মনে হচ্ছে জীবনের এক সমস্যা সঙ্কুল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু আসলে তা নয়। সঙ্কটই আসল সময় যেখান থেকে মানুষ অনেক কিছু শেখে। জীবনে খারাপ সময়ের মধ্যে দিয়ে বহুবার গেছেন তিনি। ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন ওই সময়ে। এমনকী মৃত্যুই সমাধান সেটাই ভেবেছিলেন অভিনেত্রী। আর সেই সময়ে জীবনে এমন এক মানুষ আসে যিনি নতুন পথ দেখান। ধ্যান আর যোগাভ্যাসের মধ্য দিয়েই জীবনের এই সমস্যা কাটিয়ে ওঠেন অভিনেত্রী। তিনি হলেন স্বামী বিবেকানন্দ।তারপর থেকে স্বামীজীকে গুরু হিসেবে মেনে নেন। এরপর প্রায় ২ বছর তিনি ব্রহ্মচর্য পালন করেন।'
আরও পড়ুন-স্বাস্থ্য দপ্তরের নথিতেই লেখা সম্প্রদায় সংক্রমণ, সত্যিই কি কোভিড-১৯ এখন তৃতীয় স্তরে...
আরও পড়ুন-লকডাউন বিধি ভাঙতে থাকলে রাস্তায় নামবে সেনাবাহিনী, এল কড়া হুমকি...
আরও পড়ুন-করোনাভাইরাস মোকাবিলায় নিষেধাজ্ঞা আরও বাড়ল, ১৪ এপ্রিল পর্যন বন্ধ আন্তর্জাতির উড়ান...