কার্তিককে গলায় দড়ি দিতে বাধ্য করবেন না সুশান্তের মত, বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

Published : Apr 18, 2021, 10:43 AM IST
কার্তিককে গলায় দড়ি দিতে বাধ্য করবেন না সুশান্তের মত, বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

সংক্ষিপ্ত

করণের ছবি থেকে বাদ পড়লেন কার্তিক মুহূর্তে নয়া বিতর্কে জড়িয়ে পড়লেন করণ আবারও কি স্বজন পোষণের জন্য এই সিদ্ধান্ত সুশান্ত স্মৃতি যেন ফিরে না আসে সরব কঙ্গনা রানাওয়াত

আবারও মুখোমুখি করণ-কঙ্গনা। কঙ্গনা রানাওয়াত, ঠিক যখন যেখানে, যে কথাটা বলা প্রয়োজন, তিনি ঠিক বলেই থাকেন। কোনও ফাঁক রাখেন না সেই বিষয়। এবারও ঠিক তেমনই ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায়। বিষয় এবার কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়নকে নিয়ে এবার বলিউডে নয়া চর্চা, সদ্য তিনি বাদ পড়েছেন করণ জোহারের পরবর্তী ছবি দোস্তানা ২ থেকে। 

আরও পড়ুন- শেষ রক্ষা হল না, অবশেষে মিমির কোল খালি করে চলে গেল চিকু 

এই খবর ছড়িয়ে পড়া মাত্রই তা নজরে আসে কঙ্গনা রানাওয়াতের। আবারও তিনি নেট দুনিয়ায় হয়ে ওঠেন সরব। ঠিক কেন এই সিদ্ধান্ত নিয়েছেন করণ- প্রাথমিকভাবে জানা যায় ছবি নিয়ে বেজায় সমস্যা ছিল কার্তিকের। বেশ কিছু অংশে কার্তিক চেয়েছিলেন গল্প পাল্টে ফেলা হক, তাতে রাজি ছিলেন না করণ, সেখান থেকেই বচসা শুরু হয়ে যায়। নয়া বিতর্কের ঝড় ওঠে। ও ছবি থেকে বাদ পড়েন কার্তিক। 

 

 

এরপরই মুখ খোলেন কঙ্গনা। তিনি জানান, সুশান্ত সিং রাজপুতের মত তাঁকেও যেন বাধ্য করা না হয় গলায় দড়ি দিতে। স্বজন পোষণ নিয়ে মুখ খুলে তিনি জানান, কার্তিককে একা ছেড়ে দেওয়া হোক। তাঁকেও যেন সুশান্তের মত পরিস্থিতির সন্মুখীন হতে না হয়। আবারও করণকে এক হাত নিলেন কঙ্গনা, মুহূর্তে ভাইরাল হয়ে উঠল এই পোস্ট। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?
শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত