ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত এবার খোদ করোনার মসিহা, সুপার পজিটিভ সোনু সুদ

Published : Apr 17, 2021, 03:00 PM ISTUpdated : Apr 17, 2021, 03:01 PM IST
ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত এবার খোদ করোনার মসিহা, সুপার পজিটিভ সোনু সুদ

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত এবার সোনু সুদ সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি কোভিড পজিটিভ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল খবর আরোগ্য কামনায় ভাসছে নেটদুনিয়া 

এক কথায় বলতে গেলে করোনার সময় তিনিই ছিলেন মসিহা, যাকে সাধারণের ভাষায় বলা চলে পরিত্রাতা, তিনি হলেন সোনু সুদ। দুর্দিনে একের পর এক তারকা সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাধারণের প্রতি। সেই তালিকাত থেকে বাদ পড়েননি অভিনেতা সোনু সুদও। তবে তাঁর করাটা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সাধারণের জন্য ইচ্ছে থাকলে ঠিক কতটা ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়া যায়। 

আরও পড়ুন- বিমানবন্দরে ফ্রেমবন্দি রিয়া, চেনা লুকে অচেনা মেজাজ, ধরা পড়ল স্বাভাবিক ছন্দে ফেরার ছবি 

যখন গোটা দেশ লকডাউনে, তখনই তিনি হাজার হাজার পরিযায়ী মানুষকে ঘরে ফেরাতে রাস্তায় নেমে পড়েছিলেন কোমড় বেঁধে। একের পর এক সমস্যার সমাধান রাস্তা খুঁজেছেন তিনি। কোনও মা ফিরে পেয়েছিলেন তাঁর সন্তানকে, কেউ আবার পেয়েছিল চাকরী। সাধারণের সেই ভগবানই আজ করোনায় আক্রান্ত। মহার্ষ্ট্রের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে একের পর এক তারকার আক্রান্ত হওয়ার খবর সামনে উঠে আসছে। 

 

নানা কাজের জেরে সোনু সুদের ব্যস্ততাও ছিল তুঙ্গে। তাঁকেও বাড়ির বাইরে দেখা গিয়েছে একাধিক বার। তবে শনিবারই মিলল খবর। সোশ্যাল মিডিয়ায় করোনা পজিটিভ হওয়ার খবর শেয়ার করলেন সোনু সুদ। লিখলেন তিনি হলেন সুপার পজিটিভ। ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল সেই খবর। মুহূর্তে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থণা জুডরে দিল ভক্তমহল। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?
শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত