অন্তর্বাসকে পোশাক হিসেবে দেখানোর চেষ্টা, বুদাপেস্টে সাহসী হতে গিয়েই চরম ট্রোলড কঙ্গনা

Published : Aug 13, 2021, 11:38 PM ISTUpdated : Aug 14, 2021, 08:29 AM IST
অন্তর্বাসকে পোশাক হিসেবে দেখানোর চেষ্টা, বুদাপেস্টে সাহসী হতে গিয়েই  চরম ট্রোলড কঙ্গনা

সংক্ষিপ্ত

নাইট পার্টিতে সাদা রঙের লেস করসেট টপের সঙ্গে মানানসই সাদা হাই ওয়েস্ট প্যান্ট পরতে দেখা গিয়েছে কঙ্গনা। আর তাঁর লুককে সম্পূর্ণ করে তুলেছিল স্টেটমেন্ট নেকলেস।

অবশেষে শেষ হল ‘ধাকড়’ ছবির শুটিং। ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল বুদাপেস্টে। এতদিন সেখানেই ছিলেন কঙ্গনা রানাওয়াত। আর শুটিং শেষ হওয়ার পর সেখানে একটি জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল নির্মাতাদের তরফে। যেখানে গ্ল্যাম লুকে ধরা দিলেন বলিউড কুইন। 

বুদাপেস্টে ছবির কলাকুশলী ও নির্মাতাদের সঙ্গে আয়োজিত পার্টির মধ্যমণি ছিলেন কঙ্গনা। নাইট পার্টিতে সাদা রঙের লেস করসেট টপের সঙ্গে মানানসই সাদা হাই ওয়েস্ট প্যান্ট পরতে দেখা গিয়েছে তাঁকে। আর তাঁর লুককে সম্পূর্ণ করে তুলেছিল স্টেটমেন্ট নেকলেস। নিজের ফেসবুক প্রোফাইলে এই পার্টির ছবি পোস্ট করেন কঙ্গনা। 

পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর দিদি রঙ্গোলিও। সেখানে 'ধাকড়' লেখা একটি চকোলেট কেক কাটতে দেখা যায় কুইনকে। ছবির পরিচালক রজনীশ রাজি ঘাইয়ের হাত ধরেই কেক কাটেন তিনি। 

আরও পড়ুন- পুরুষ-মহিলা উভয়ের প্রতি আকৃষ্ট সানি লিওন, ১৬ বছরেই বুঝতে পেরে কী করেছিলেন নীল ছবির নায়িকা

ফেসবুকে ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, "ধাকড়ের ব়্যাপ পার্টিতে খুব মজা হয়েছে...আপনাদের জন্য সেই পার্টির কিছু ঝলক রইল।"

আরও পড়ুন- মাত্র চার বছর বয়সে অভিনয়ের সফর শুরু, শ্রীদেবীর জোরাসিক ওয়ার্ল্ড ছবির জন্যও এসেছিল ডাক

‘ধাকড়’ একটি স্পাই থ্রিলার। ছবিতে ‘অগ্নি’ নামে একজন অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। এই ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন অর্জুন রামপাল এবং দিব্যা দত্ত। অন্যদিকে বাংলা চলচিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। 

আরও পড়ুন- গর্ভাবস্থায় যৌনতায় অনিহা, জন্মের পর দু'সপ্তাহ ব্রেস্ট ফিড করাতে পারেননি তৈমুরকে, অকপট করিনা

এছাড়াও একাধিক ছবি রয়েছে কঙ্গনার ঝুলিতে। 'থালাইভি', 'তেজস', 'মনিকর্ণিকা রিটার্নস : দা লিজেন্ড অফ দিদ্দা'। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য