লকডাউনের জেরে অর্থের অভাব, কর্মচারীদের টাকা কাটছেন করণ জোহার, মুখ খুললেন পরিচালক

Published : May 05, 2020, 02:47 PM IST
লকডাউনের জেরে অর্থের অভাব, কর্মচারীদের টাকা কাটছেন করণ জোহার, মুখ খুললেন পরিচালক

সংক্ষিপ্ত

লকডাউনের কারণে অর্থাভাব চারিদিকে। বলিউডেও চলছে অর্থের মারাত্মক টানাটানি। এরই মধ্যে করণ জোহার টাকা কাটছেন নিজের কর্মচারীদের।  

লকডাউনের বাজারে কর্মাচারীদের টাকা কাটছেন করণ জোহার। এমনই গুজবে নেটদুনিয়ায় শোরগোল পড়েছিল। করণের বিরুদ্ধে আওয়াজ তুলেছে অসংখ্য নেটিজেন। এ বিষয় নিয়ে করণ অবশেষে মুখ খুললেন। ট্যুইটারে পোস্ট করেছেন পরিচালক। করণ জানান, তিনি  এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন এই ভুঁয়ো খবর না ছড়াতে। 
আরও পড়ুনঃসদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট কোয়েলের, নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল ছবি

জানা গিয়েছিল, 'ব্রহ্মাস্ত্র' ছবির মুক্তি আটকে গিয়েছে করোনা আতঙ্কের কারণে। অন্যদিকে লকডাউনের মেয়াদ বেড়েই চলেছে। সেই কারণে ধর্মা প্রযোজনা সংস্থায় অর্থের অভাব ঘটেছে বিপুল পরিমাণে। আর এর জেরে করণ নাকি কর্মচারীদের টাকা কেটে নিচ্ছেন। অথচ করণের কথায় এমন কোনও ঘটনাই ঘটেনি।

আরও পড়ুনঃতবে কি বিয়ের প্রস্তুতি শুরু, পাক ক্রিকেটারের সঙ্গে প্রকাশ্যে 'বাহুবলি নায়িকা'

এরই মধ্যে করণের বিরুদ্ধে সবর হয়েছে সোশ্যাল মিডিয়ার একাংশ মানুষ। তাদের কথায়, করণ প্রশংসা কুড়নোর জন্য সকলকে দেখিয়ে করোনা মোকাবিলার ত্রাণ তহবিলে দান করেছেন। আদপে তিনি এই দান করার পিছনে নিজের কর্মচারীদের টাকা কাটছেন। মাইনে দিচ্ছেন কিনা তারও কোনও ঠিক নেই। সেলেব্রিটিদের এটাই অন্ধকার দিক। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?