করিনার প্রেগনেন্সি রহস্য জানতে চান, বেবোর ফিটনেস সিক্রেট থেকে টিপস এবার হাতের মুঠোয়

Published : Dec 21, 2020, 08:44 AM IST
করিনার প্রেগনেন্সি রহস্য জানতে চান, বেবোর ফিটনেস সিক্রেট থেকে টিপস এবার হাতের মুঠোয়

সংক্ষিপ্ত

করিনার ফিটনেস সিক্রেট কী  প্রেগনেন্সির সময় কী করেন বেবো কোন ডায়েট ফলো করেন  এবার সব ফাঁস করবেন তিনি নিজেই 

করিনার পারফেক্ট ফিগারের সিক্রেট কি, এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া ভক্ত মহল। সন্তানের জন্ম দেবার পরও কিভাবে নিজের ফিগার মেনটেন করে চলেছে বেবো, প্রেগনেন্সির সময় কোন সিক্রেট টিপস মেন্টেন করেন তিনি, সবের উত্তর নিয়ে নিজেই আসছেন এবারের কারিনা কাপুর।

আরও পড়ুন- জন্মদিনে বিশেষ উপহার, সারাজীবন তৈমুরকে কী করার অনুমতি দিলেন করিনা

কোন গুজব নয় ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছিলেন করিনা। এবার প্রেগনেন্সি গসিপকে তুড়ি মেরে উড়িয়ে দিতে নিজেই কলম ধরলেন করিনা কাপুর। তৈমুরের জন্মদিনের দিন বিশেষ ঘোষণায় সামনে এলো বড় চমক। বই লিখছেন করিনা কাপর।

 

 

কি আছে এই বইতে, প্রেগনেন্সির সময় তিনি কি রুটিন মেনে চলতেন, এই সময় ঠিক কী কী করা উচিত, কিভাবে নিজেকে মেনটেন করলে ফিগার থাকবে ভালো, তিনি নিজে ঠিক কি কি করে থাকেন, দুবার অন্তঃসত্ত্বা হওয়ার অভিজ্ঞতা পাতায় পাতায় ভরিয়ে দেবেন করিনা। যাতে কোনো গুজব বা ভুল তথ্য ভক্ত দেখে চেনা যায়, তাই নিয়েছি এবার একাধিক টিপস নিয়ে হাজির হতে চলেছেন কারিনা কাপুর। সোশ্যাল মিডিয়ার খবর শেয়ার করে লিখলেন এটি পারফেক্ট দিন এই ঘোষণার। তৈমুরের চার বছরের জন্মদিনে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির বেবো।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?