করোনা আবহে বলিউডে কোপ, রমরমিয়ে চলছে OTT কনটেন্ট, ফিল্মফেয়ারে সেরার সেরা তালিকা

Published : Dec 20, 2020, 10:24 PM IST
করোনা আবহে বলিউডে কোপ, রমরমিয়ে চলছে OTT কনটেন্ট, ফিল্মফেয়ারে সেরার সেরা তালিকা

সংক্ষিপ্ত

ওটিটি প্ল্যাটফর্মের রমরমা করোনা আবহে ফিল্মফেয়ারে এবার কোন ওয়েব সিরিজ পেল সেরার সেরা তকমা এগিয়ে গেল অনুষ্কা শর্মা প্রযোজিত 'পাতাল লোক' পিছিয়ে নেই 'দ্য ফ্যামিলি ম্যান'-ও

ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ নিয়ে দর্শকমহলের মধ্যে উন্মাদনা শুরু হয়েছিল বহু আগে থেকেই। এক ধরণের অডিয়েন্স বেস তৈরি হয়েছে যাকে ওয়েব দর্শক বলে। সেই দর্শক বিপুল সংখ্যায় বেড়ে গিয়েছে করোনা আবহে। ওয়ার্ক ফ্রম হোম, লকডাউন, প্রেক্ষাগৃহে তালা লেগে যাওয়ার পরই ওয়েব সিরিজ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। এই প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ওটিটি প্ল্যাটফর্মকেও সম্মানিত করা হয়েছে। সেই তালিকাই এল প্রকাশ্যে। অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যামাজন অরিজিনালস কনটেন্টগুলির রমরমাই এখন ওটিটি-তে। এক নজরে দেখে নিন সেই তালিকা। 

আরও পড়ুনঃ'নুসরত-নিখিলের সংসার ভাঙার চেষ্টা করো না', যশের 'ফ্লার্ট'র কড়া জবাব ভক্তদের

সেরা সিরিজঃ পাতাল লোক 

সেরা পরিচালকঃ অবিনাশ অরুন এবং প্রসিত রায় (পাতাল লোক)

 

 

সেরা সিরিজ (ক্রিটিকস)ঃ দ্যা ফ্যামিলি ম্যান

সেরা পরিচালক (ক্রিটিকস)ঃ কৃষ্ণা ডিকে এবং রাজ নিদিমোরু (দ্যা ফ্যামিলি ম্যান)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)ঃ জয়দীপ আলহাওয়াট (পাতাল লোক)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)ঃ সুস্মিতা সেন (আরিয়া)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) (ক্রিটিকস)ঃ মনোজ বাজপেয়ী (দ্যা ফ্যামিলি ম্যান)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) (ক্রিটিকস)ঃ প্রিয়মণী (দ্যা ফ্যামিলি ম্যান)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)ঃ জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)ঃ মিথিলা পালকর (লিটল থিংস সিজন ৩)

 

 

সেরা অভিনেতা (কমেডি সিরিজ) (ক্রিটিকস)ঃ ধ্রুব সেহগল (লিটল থিংস সিজন ৩)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) (ক্রিটিকস)ঃ সুমুখী সুরেশ (পুষ্পাবলী সিজন টু)

সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র) (ড্রামা সিরিজ)ঃ অমিত সাধ (ব্রিদঃ ইন্টু দ্য শ্যাডোজ)

সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র) (ড্রামা সিরিজ)ঃ দিব্যা দত্ত (স্পেশ্যাল অপস)

সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র) (কমেডি সিরিজ)ঃ রুঘবীর যাদব (পঞ্চায়েত)

সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র) (কমেডি সিরিজ)ঃ নীনা গুপ্তা (পঞ্চায়েত)

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?