
শুক্রবার থেকেই অপেক্ষায় দিন গুণছিলেন সকলে। শীঘ্রই সুখবর শোনাবেন করিনা কাপুর। বাড়িতে পৌঁচ্ছে গিয়েছিল একগুচ্ছ উপহারও। শনিবারই হাসপাতালে ভর্তি হন করিনা কাপুর। রবিবার সকালেই পুত্র সন্তানের জন্মদিলেন বেবো। মুহূর্তে খুশির খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। ২০১৬ সালে প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম দিয়েছিলেন করিনা কাপুর।
২০২০ সালে অগাস্ট মাসেই প্রথম প্রকাশ্যে আসে আবারও মা হতে চলেছেন করিনা কাপুর। বছর ঘুরতেই পরিবারে এলো নতুন সদস্য। খুশির জোয়ারে ভাসছে এখন ভক্তমহল। কন্যা সন্তানের অপেক্ষাতেই প্রহর গুণছিলেন সকলে। তবে তৈমুরকে বোন নয়, ভাই উপহার দিলেন করিনা-সইফ। কয়েকদিন আগেই নতুন বাড়িতে সিফট করেছেন করিনা-সইফ। সেখানেই হাসপাতাল থেকে সোজা উপস্থিত হবেন তিনি।
যদিও এখনও পর্যন্ত সইফ বা করিনার পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। তবে হাসপাতালসূত্রের খবর ভালোই আছেন করিনা কাপুর। বর্তমানে সইফের চার সন্তান, এক কন্যা ও তিন পুত্র, ভরা পরিবার নিয়ে এবার নতুন সফর শুরু করার পথে এই জুটি। করিনা ও সইফকে শুভেচ্ছা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।