প্রকাশ্য রাস্তায় দুর্দান্ত নাচ, বেবোর ভিডিও ঘিরে উত্তাল নেটদুনিয়া

  • প্রকাশ্য রাস্তায় নেমে এল বাস্তবের রাজকন্যা
  •  প্রকাশ্য রাস্তায় সকলের সামনে নো মেক আপ লুকে বাজিমাত করেছেন করিনা
  • পালাজো প্যান্ট, সাদা ক্রপ টপে তার কোমর দোলানিতেই করিনাময় হয়েছে পুরো নেটদুনিয়া
  • রাস্তার ধারে করিনার এই নাচ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়

প্রকাশ্য রাস্তায় নেমে এল বাস্তবের রাজকন্যা। এ কোন ঝা চকচকে ডান্স ফ্লোর নয়, রাস্তার মাঝখানেই নাচতে শুরু করলেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। ছিপছিপে শরীর, নির্মেদ কোমর, স্টাইল স্টেটমেন্টে বরাবরই তিনি নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। তার গ্ল্যামারের ঝলকানিতে কাবু হয়েছে আট থেকে অষ্টাদশী। চার দেওয়ালের মধ্যে নয়, বরং প্রকাশ্য রাস্তায় সকলের সামনে নো মেক আপ লুকে তিনি বাজিমাত করেছেন।

আরও পড়ুন-শরীর উন্মুক্ত করে জিভ ভেঙালেন সুহানা, শাহরুখ কন্যার ছবি ঘিরে নেটদুনিয়ায় ঝড়...

Latest Videos

সম্প্রতি তার এক ভিডিও ঘিরে উত্তাল হয়েছে নেটদুনিয়া। পরণে পালাজো প্যান্ট, সাদা ক্রপ টপে তার কোমর দোলানিতেই করিনাময় হয়েছে পুরো নেটদুনিয়া। তার ছবি ও ভিডিও  প্রকাশ্যে আসা মাত্রই হৈচৈ পড়ে গিয়েছে নেটদুনিয়া। রাস্তার ধারে তার এই নাচ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে তার এই ভিডিও।

 

আরও পড়ুন-উদ্দাম অন্তরঙ্গতায় মেতেছে হিনা, নেটদুনিয়ায় ফাঁস সেই ভিডিও...

সম্প্রতি কয়েকদিন আগেই করিনার 'গুড নিউজ' ছবিটি মুক্তি পেয়েছে। হাসি, ঠাট্টা, মজার এই ছবিটি সকলেরই পছন্দ হয়েছে। তার পাশাপাশই সচেতনতারও বার্তা দিয়েছে এই ছবি। এর পাশাপাশি ২০০ কোটির ক্লাবেও ঢুকে পড়েছে এই ছবি। এই ছবি ছাড়াও আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডার জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন।
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি