জন্মদিনে বিশেষ উপহার, সারাজীবন তৈমুরকে কী করার অনুমতি দিলেন করিনা

Published : Dec 20, 2020, 01:27 PM IST
জন্মদিনে বিশেষ উপহার, সারাজীবন তৈমুরকে কী করার অনুমতি দিলেন করিনা

সংক্ষিপ্ত

ছোট্ট সদস্যের জন্মদিন বলে কথা  তৈমুরকে বিশেষ কী অনুমতি দিলেন করিনা  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি মুহূর্তে নজর কাড়ল নেটিজেনদের 

দেখতে দেখতে চারে পা। ছোট নবাবের জন্মদিনে বিশেষ সেলিব্রেশন থাকছে না চলতি বছরে। কিন্তু ঘরোয়া পার্টিতে যে এই দিনটি স্পেশ্যাল হয়ে উঠতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। পাতৌদি পরিবারের চোখের মণি তৈমুর। তার জন্মদিন বলে কথা। সকাল সকাল সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে ছেলেকে শুভেচ্ছা জানালেন করিনা কাপুর। শেয়ার করলেন একটি ছবিও।

আরও পড়ুনঃ ৪৫ তলা রোজ ওঠা-নামা, আড়াই মাসেই বদলে গেল তাপসীর ফিগার, হয়ে উঠলেন রেশমী রকেট

তৈমুরের ছবি শেয়ার করে করিনা লিখলেন, তিনি সারা জীবন তৈমুরকে তাঁর ফ্রেমে হাজির থাকার পার্মিশন দেবেন। তৈমুর সকলেরই খুব আদরের। মাঝে মধ্যেই করিনার সোশ্যাল মিডিয়ার পাতায় জায়গা করে নেয় এই ক্ষুদে স্টার। বড় হয়ে তৈমুর অভিনেতাই হবে, এমনটাই বিশ্বাস সইফের। তাঁর কথায় তৈমুরের ব্লাডে অ্যাক্টিং। এখন থেকেই সে সকলের মন জয় করে চলেছে। 

 

 

তৈমুর আলি খান, তার আগরে লুকেই সকলে ফ্যান। জন্মলগ্ন থেকেই একাধিক ফ্যান পেজ তার। তাই জন্মদিনে রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল এই সেলেব। মা-বাবা পরিচয় নয়, তৈমুর নিজেই এখন যথেষ্ট ভক্তনমহলকে তাক লাগাতে। রীতিমত স্টাইলিস লুকে পোজ দিয়ে পাপরাজিৎদের ছবি দিয়ে থাকে তৈমুর। তার জন্মদিনেই তাই সোশ্যাল মিডিয়ায় আরও একবার ট্রেন্ডে একাধিক কিউট ছবি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?