
ঋষি কাপুর এবং মনসুর আলি খান পটৌডি। একই ফ্রেমে 'দুই বাঘ'। নিজের শশুর এবং কাকার ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন করিনা কাপুর। ঋষি কাপুরের প্রয়াণের পর এই ছবি পোস্ট করে একরকমের শ্রদ্ধাঞ্জলি। পুরনো অ্যালবাম ঘেটে এই রেয়ার স্টিল খুঁজে পেয়েছেন করিনা।
তা শেয়ার না করলে কি আর চলে। ঋষি কাপুরের প্রয়াণের রেশ কাটার আগেই নস্টালজিয়া তুলে ধরলেন করিনা। আবেগে ভরল নেটিজেনরা। একদিকে বলিউডের সকলের পছন্দের চিন্টুজী, অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পটৌডি। করিনা ছবির ক্যাপশনে লিখেছেন দুই বাঘ। একটি স্টেডিয়ামের মাঝে সাদা কালো ক্যানডিড ছবিটি এখন নেটদুনিয়ায় ভাইরাল।
২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।