করোনার কোপ থেকে মুক্তি পেলেন কার্তিক, কয়েকদিনের মধ্যেই ফিররেন তিনি শ্যুটিং সেটে

Published : Apr 05, 2021, 04:21 PM IST
করোনার কোপ থেকে মুক্তি পেলেন কার্তিক, কয়েকদিনের মধ্যেই ফিররেন তিনি শ্যুটিং সেটে

সংক্ষিপ্ত

করোনার কোপ থেকে মুক্তি পেলেন কার্তিক  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খবর মুহূর্তে তা ছড়িয়ে পড়ল ভক্তমহলে  কয়েকদিনের মধ্যেই ফিরবেন তিনি সেটে 

বর্তমানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। একের পর এক তারকা তারকা আকত্রান্ত হয়ে পড়ছেন করোনাতে। নিত্যে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকা পোস্ট করছেন তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার খবর। এই মারণ ভাইরাস থাবা বসিয়েছিল অভিনেতা কার্তিক আরিয়ানের শরীরেও। তিনিও হয়েছিলেন করোনাতে আক্রান্ত। ছিলেন কোয়ারেন্টাইনে। 

আরও পড়ুন- শরীর কেবলই ফিনফিনে নেটে ঢাকা, হাইথাই শো শাহিদ পত্নীর, হট অবতারে ভাইরাল মীরা

তবে কয়েকদিনের মধ্যেই মিলল সুখবর। সেই করোনার কোপ থেকে স্বস্তি মিলেছে কার্তিকের। বর্তমানে তিনি করোনা নেগেটিভ। শীঘ্রই ফিরবেন সেটে। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন খোদ অভিনেতা। মুহূর্তে এই পোস্ট ছড়িয়ে পড়েছে ভক্তমহলে। যেখানে একের পর এক তারকা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসছে, সেখানেই একে একে সুস্থ হয়ে ওঠার খবর সাহস যোগাচ্ছে ভক্তমহলে। 

 

 

করোনার কোপ থেকে উদ্ধার হয়েছেন অভিনেতা রণবীর কাপুর। পাশাপাশি করোনাকে হারিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও। বলিউডে একের পর এক সেলেব পড়ছেন করোনার কবলে। বিপাতে বিটাউনের শ্যুট। ঠিক কী পর্যায় আবারও সব স্বাভাবিক হবে, সেই লক্ষ্যে আবারও দিন গোণার পালা শুরু হওয়ার উপক্রম। মাঝের ছয় মাসে যেটুকু এগোনো সম্ভব হয়েছিল, বর্তমানে তা সম্পূর্ণ অর্থে গেল পিছিয়ে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত