Karwa Chauth 2021: নির্জলা উপোস নয়, ঠোঁটঠাসা চুমুতে স্বামীকে করবা চৌথের শুভেচ্ছা পূজার


সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে করবা চৌথ অনুষ্ঠান। বলি তারকাদের মধ্যে ইতিমধ্যেই অনেকেই করবা চৌথ পালন করেছেন নিজ নিজ স্টাইলে। তেমনই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ও সম্পূর্ণ নিজের স্টাইলে করবা চৌথ পালন করেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। স্বামী কুণাল বর্মার সঙ্গে একটু অন্যভাবেই করবা চৌথ পালন করেছেন বঙ্গতনয়া পূজা, সেই রোম্যান্টিক ছবিও সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন পূজা, যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে করবা চৌথ (Karwa Chauth) অনুষ্ঠান। এটি এমনই একটা অনুষ্ঠান যেদিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকেন। গোটা বছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন  বিবাহিত মহিলারা। সারা দিন নির্জলা উপোস করে এই দিনটি পালন করেন মহিলারা। সারা দিনভর উপোস থেকে রাতের বেলা আকাশের চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেন সকল মহিলারা। বলি নায়িকারা এই বিশেষ দিনটি ধুমধাম করে পালন করে থাকেন। বিশেষ দিনটি নানা ভাবে উদযাপন করেন তারকা দম্পতিরা।

 

Latest Videos

আরও পড়ুন-Hot Photos : কালো ব্রালেটে স্পষ্ট বিভাজিকার খাঁজ, সুইমিংপুলে জলকেলিতে শিহরণ জাগালেন ঋতাভরী

আরও পড়ুন-Bipasha Basu Pregnancy: সত্যিই কি অন্তঃসত্ত্বা বিপাশা, ওজন বাড়তেই Pregnancy জল্পনা, দিলেন কড়া জবাব

আরও পড়ুন-Yashrat : বরফে মোড়া কাশ্মীরে চরম Romance যশ-নুসরতের, ২ মাসের ঈশানকে নিয়ে চিন্তা বাড়ছে ভক্তদের

 

বলি তারকাদের মধ্যে ইতিমধ্যেই অনেকেই করবা চৌথ পালন করেছেন নিজ নিজ স্টাইলে। তেমনই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ও (Puja Banerjee) সম্পূর্ণ নিজের স্টাইলে করবা চৌথ পালন করেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। স্বামী কুণাল বর্মার (Kunal Verma) সঙ্গে একটু অন্যভাবেই করবা চৌথ পালন করেছেন বঙ্গতনয়া পূজা, সেই রোম্যান্টিক ছবিও সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন পূজা, যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

 

 

করবা চৌথের (Karwa Chauth) এই বিশেষ দিনে একটু অন্যভাবে উদযাপন করলেন পূজা (Puja Banerjee) । করবা চৌথের দিন স্বামী কুণালকে (Puja Banerjee) ঠোঁট ঠাসা চুমুতে ভরিয়ে দিয়েছেন পূজা। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লিখেছেন, 'শুভ করবা চৌথ আমার ভালবাসা'। করবা চৌথের (Karwa Chauth) দিন এমন আদরে মাখা ছবিতে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। লকডাউনেই রেজিস্ট্রি মতে বিয়ে সারেন এই তারকা যুগল। বর্তমানে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।

 

 

করবা চৌথের অনুষ্ঠানে সকলের মতো পূজাও উপোস করে চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেছেন। ছোট্ট পুত্রসন্তান থাকা সত্ত্বেও স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য করবা চৌথ পালন করেছেন। লাল পাড় সাদা শাড়ি , হাতে চুড়ি, মাথায় লাল হলুদ ওড়না পরে করবা চৌথ-এ নজর কেড়েছেন পূজা। এবং সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রীকে কুণালের পা ছুঁয়ে নমস্কার করতেও দেখা গেছে। সবশেষে তাদের ছেলেকেও দেখা গিয়েছে। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে। লাইক-কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury