আবারও সলমনের জীবনে রোম্যান্সের ঝড় তুলবেন ক্যাটরিনা, ২০২১-এই থাকছে নয়া চমক

Published : Dec 23, 2020, 01:22 PM IST
আবারও সলমনের জীবনে রোম্যান্সের ঝড় তুলবেন ক্যাটরিনা, ২০২১-এই থাকছে নয়া চমক

সংক্ষিপ্ত

আবারও সলমনের বিপরীতে থাকছেন ক্যাটরিনা একাধিক ছবিতে নজর কেড়েছেন এই জুটি শেষ মুক্তি পাওয়া ছবি ভারত ২০২১-এ শুরু আগামী ছবির সফর 

২০২১, এক কথায় বলতে গেলে বলিউডের এক বড় ধ্বস। বিনোদন জগত যখন একের পর এক ব্লকবাস্টার ছবিতে ভরে উঠেছিল ২০১৯-এ, ঠিক পরের বছরই মুখ থুবরে পড়তে হয় গোটা বিশ্বকে। যে কোপে ধরাসাই হতে হয়েছিল বলিউডকেও। বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পালা। তাই একের পর এক ছবির ঘোষণা করছেন সেলেবরা। সেই তালিকাতে এবার নাম লেখালেন ক্যাটরিনা কইফ। সলমনের বিপরীতে আবারও তিনি থাকছেন আগামী ছবিতে। 

আরও পড়ুন- করিনাকে নিয়ে হাসপাতালে সইফ, গর্ভাবস্থায় হঠাৎ কি হল 'মম টু বি'র

২০১৯-এর শেষেই মুক্তি পেয়েছিল ছবি দাবাং ৩। কিন্তু তখন উত্তাল দেশের একাধিক স্থান। সিএএ-এর কোপে পড়ে মুখ থুবরে পড়ে সেই ছবি। এরপরই করোনার কোপ, থমকে যায় সকল স্টারেদের ছবির শ্যুট। এবার স্বাভাবিক হতেই ঝাঁপিয়ে পড়লেন সলমন। সবে শেষ করেছেন রাধে ছবির শ্যুটিং। এখন আতরঙ্গি রে ছবির কাজ নিয়ে ব্যস্ত ভাইজান। মুক্তি পেয়েছে সেই ছবির ক্লিপিংও। 

 

 

এবার সামনে এলো পরবর্তী ছবির খবর। টাইগার থ্রি ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। মার্ম মাসেই শুরু হবে ছবির শ্যুটিং। এই খবর প্রকাশ্যে আসতেই আবারও হাসি ফিরল ক্যাট-ভাইজান ভক্তদের মুখে। আগামী বছরই মুক্তি পাবে রাধে। শেষের দিকে মুক্তির পথে অতরঙ্গী, তবে কি ২০২২-এর ইদকে পাখির চোখ করেছেন ভাইজান। জল্পনা তুঙ্গে। 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য