করিনাকে নিয়ে হাসপাতালে সইফ, গর্ভাবস্থায় হঠাৎ কি হল 'মম টু বি'র
- FB
- TW
- Linkdin
আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। প্রেগনেন্সি অবস্থাতেও স্টাইল আইকনের জুরি মেলা ভার।
৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। চেহারাতেও আমূল পরিবর্তন এসেছে অভিনেত্রীর। গর্ভাবস্থার কারণে পা ফুলে গেছে করিনার।
সম্প্রতি হিমাচল প্রদেশে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন করিনা। এর মধ্যেই আবার কি হল অভিনেত্রীর।
সম্প্রতি ক্লিনিকের বাইরে সইফের সঙ্গে দেখা গেছে করিনাকে, তবে কী খুব শীঘ্রই আসতে চলেছে পতৌদি পরিবারের দ্বিতীয় সন্তান, বাড়ছে জল্পনা।
সূত্রের খবর, রুটিন চেক আপের জন্যই হাসাপতালে গিয়েছিলেন সইফ-করিনা। এখনও পর্যন্ত ডেলিভারির তারিখ জানা যায়নি।
হালকা নীল রঙের পোশাকে, মাথায় গগলস ও মুখে মাস্ক পরে দেখা গিয়েছে করিনাকে। নো মেক আপ লুকেই নজর কেড়েছে অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা অবস্থায় করিনার খুব যত্ন নিচ্ছেন সইফ। এমনকী শুটিং চলাকালীনও করিনার সঙ্গে দেখা গেছে সইফকে। পুরো সময়টাই করিনার পাশে রয়েছেন সইফ।
বলি ডিভার গ্ল্যামার যেন আরও দ্বিগুন বেড়ে যায়। নো মেক আপ লুকেই বেশিরভাগ থাকতে পছন্দ করেন করিনা।অন্তঃসত্ত্বা অবস্থাতেই ফোটোগ্রাফারদের উপেক্ষা না করে হাত নাড়াতে দেখা গেছে করিনাকে।
প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।