সাতসকালেই স্বামী ভিকির জন্য এ কী করলেন ক্যাটরিনা, ছবি দিতেই জুটল 'পাকা গিন্নী'র তকমা

রবিবার সাতসকালেই স্বামী ভিকির জন্য হেঁশেলে ঢুকে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ। এবং ভিকির জন্য গরমাগরম ব্রেকফাস্ট বানিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ভিকির জন্য ভালবেসে স্ক্র্যাম্বল্ড এগ বানিয়েছিলেন যাকে গোদা বাংলায় বলা হয় ডিমের ভুজিয়া। ছোট থেকে বড় সকলের কাছেই বেশ জনপ্রিয় এই ডিশ। চলজলদি এই খাবার বানাতেও যেমন কম সময় লাগে তেমনই সুস্বাদু। এবং সেই খাবার বানিয়েই তাক লাগিয়ে দিয়েছেন ক্যাটরিনা। ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, রবিবারের ব্রেকফাস্ট স্বামীর জন্য, আমি বানিয়েছি। ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে।
 

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।  রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যার ফলে ঠিক চুটিয়ে সংসারটা যেন হচ্ছে না ভিক্যাটের। তবে কয়েকদিন আগেই  দুজনের সময় মিলতেই অজানা আইল্যান্ডে উড়ে গেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেড়াতে গিয়ে স্বামী ভিকির সঙ্গে আদুরে ছবি  শেয়ার করেছেন ক্যাটরিনা। যা নিমেষে ভাইরাল হয়েছে।  তবে বিয়ের পর থেকেই পাঞ্জাবী বহু হয়ে ওঠার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। ফের তা প্রমাণ করলেন বলিউডের ক্যাট।

রবিবার সাতসকালেই স্বামী ভিকির জন্য হেঁশেলে ঢুকে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ। এবং ভিকির জন্য গরমাগরম ব্রেকফাস্ট বানিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ভিকির জন্য ভালবেসে স্ক্র্যাম্বল্ড এগ বানিয়েছিলেন যাকে গোদা বাংলায় বলা হয় ডিমের ভুজিয়া। ছোট থেকে বড় সকলের কাছেই বেশ জনপ্রিয় এই ডিশ। চলজলদি এই খাবার বানাতেও যেমন কম সময় লাগে তেমনই সুস্বাদু। এবং সেই খাবার বানিয়েই তাক লাগিয়ে দিয়েছেন ক্যাটরিনা। ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, রবিবারের ব্রেকফাস্ট স্বামীর জন্য, আমি বানিয়েছি। ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে।

Latest Videos

আরও পড়ুন-কাউন্টডাউন শুরু, বদলে গেল রণবীর-আলিয়ার বিয়ের ভেন্যু, কোথায় বসছে বিয়ের আসর

আরও পড়ুন-উথলে পড়ছে সুডৌল স্তনের খাঁজ, 'সেক্সবম্ব' নোরার 'বিভাজিকা'য় বেসামাল পুরুষ ভক্তরা

আরও পড়ুন- লো নেক পোশাকে ফেটে বেরোচ্ছে সেক্সি শরীরের কার্ভস, সিজলিং লুকে আগুন জ্বালালেন মৌনি

বয়সে ছোট ভিকিকে বিয়ে করে তিনি যে কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আদ্যোপান্ত পঞ্জাবি পরিবারে বিয়ে করে ক্যাটরিনা কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিয়ের পর মাত্র কয়েক মাসেই পঞ্জাবি পরিবারের সমস্ত আদব কায়দা বেশ গুছিয়েই শিখে নিয়েছেন ভিকি ঘরনি।  বিয়ের পর পরই চৌঙ্কা চারধানা নীতি পালন করে সুজির হালুয়া বানিয়েছিলেন )। সেই ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। ক্যাটের হাতের প্রথম সুজির হালুয়া খেয়ে প্রশংসাও করেছিলেন ভিকি। এরপরও লোহরি উৎসব পালন করতে দেখা গিয়েছিল ভি-ক্যাট। বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। নিজেদের সম্পর্ককে কোনওদিন প্রকাশ্যে আনতে চাননি ভিক্যাট জুটি  । বরং চুপিসারে প্রেম করে ছাদনাতলায় পৌঁছেছেন এই জুটি। রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবুও কাজের ফাঁকে কোয়ালিটি টাইম কাটাতে  ব্যস্ত ছিলেন বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফ।


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari