রণবীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য ক্যাটরিনার! এখনও কি মনে জমে রাগ

  • দীর্ঘদিন সম্পর্কে থাকার পরেও মাঝপথে ক্যাটরিনা কাইফের হাত ছেড়ে দিয়েছিলেন রণবীর কাপুর
  •  সেই ক্ষোভ যে এখনও মনে রেখে দিয়েছেন তা আরও একবার স্পষ্ট হল ক্যাটরিনার কথায়
     
swaralipi dasgupta | undefined | Published : May 30, 2019 4:15 PM

দীর্ঘদিন সম্পর্কে থাকার পরেও মাঝপথে ক্যাটরিনা কাইফের হাত ছেড়ে দিয়েছিলেন রণবীর কাপুর। সেই ক্ষোভ যে এখনও মনে রেখে দিয়েছেন তা আরও একবার স্পষ্ট হল ক্যাটরিনার কথায়। 

নেহা ধুপিয়ার চ্যাট শোয় ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হয়, কোনও  চ্যাট শো-এর উপস্থাপক হিসেবে কে বেশি খারাপ বরুণ  ধাওয়ান নাকি অর্জুন কাপুর।  ক্যাটরিনা বরুণের নাম নিয়ে বলেন, বরুণ এত কথা বলে, ও আর অন্য কারোকে কথাই বলতে দেবে না। 

Latest Videos

এর পরেই ক্যাটরিনাকে এমন একজন অভিনেতার নাম বলতে বলা হয়, যাঁকে তিনি বিশ্বাস করতে পারবেন না। ক্যাটরিনা এক লহমাও দেরি না করে রণবীর কাপুরের নাম নেন। 

কিছু না করেও শাস্তি পেয়েছি! ক্যাটের সঙ্গে ছবির প্রচারে এসে বললেন সলমন

প্রসঙ্গত, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের আগে দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে ক্যাটের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন রণবীর। সেই সময়ে দীপিকাও মানসিক যন্ত্রণার মধ্য়ে দিয়ে গিয়েছিলেন। 

এর পরে ক্যাটরিনার সঙ্গেও প্রেমে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রণবীর। এই মুহূর্তে তিনি বলিউডেরই আর এক নায়িকা আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুজনে  বিয়ের পিঁড়িতে বসবেন। আবার এও শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে সম্পর্কের জন্যই আলিয়ার সঙ্গেও বন্ধুত্বে ভাটা পড়েছে ক্যাট সুন্দরীর।
 

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের