ফের কিং-খান ম্যাজিক রুপোলি পর্দায়, ৪ বছর পর কামব্যাক রকেট্রি দিয়ে, টুইটারে আপ্লুত ভক্তদের কমেন্ট বর্ষণ

সম্প্রতি মুক্তি পেয়েছে আর মাধবন পরিচালিত রকেট্রি দ্য নান্বি এফেক্ট, ছবি টি এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে, তবে ছবির বিশেষ আকর্ষণ ক্যামিও চরিত্রে কিং খানের উপস্থিতি। চার বছর পর পর্দায় কিং খান কে ফিরে পেয়ে উচ্ছসিত ভক্তরা আবারও মুগ্ধ তাঁর অভিনয়ে, একের পর এক টুইট করলেন তাঁরা। সিবলুন দেখে নি টুইট গুলি।

Abhinandita Deb | Published : Jul 2, 2022 5:19 AM IST / Updated: Jul 02 2022, 10:54 AM IST

মাধবনের পরিচালনায় রকেট্রি: দ্য নাম্বি ইফেক্টে খুব স্পেশাল একটি ছবি বিশেষ করে শাহরুখ খান ভক্তদের জন্য কারণ প্রায় ৪ বছর পর বড় পর্দায় এসআরকে কামব্যাক করেছেন এই ছবিটির মাধ্যমে। ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের ছবি জিরোতে, সহ-অভিনেতা ছিলেন অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। ৪ বছর পর কিং খান কে পর্দায় ফিরে পেয়ে টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্যাটফর্ম গুলি রোমাঞ্চিত হয়েচে ভক্তদের কমেন্ট বর্ষণে। সম্প্রতি টুইটারে অভিনেতাকে উৎসর্গ করে লেখা টুইটগুলিতে তাঁকে ফিরে পেয়ে ভক্তরা কত টা আনন্দিত তা প্রতিফলিত হয় তাঁদের টুইটের মাধ্যমে। 

'তার ভূমিকার কয়েক সেকেন্ডের মধ্যে, তিনি আমাদের আবার মনে করিয়ে দিয়েছেন যে শাহরুখ খানের অভিনেতা এখনও বেঁচে আছে' লিখেছেন এসআরকে-এর একজন ভক্ত।

 

অন্য একজন অনুরাগী বলেছেন 'রকেট্রিতে শাহরুখ খানের ক্যামিও: দ্য নাম্বি ইফেক্ট দেখায় যে তার উপস্থিতি কতটা প্রভাবশালী তা সে সময়কাল যতই দীর্ঘ বা ছোট হোক না কেন।'

 

অন্য একটি টুইটে একই ধরনের চিন্তাভাবনা প্রতিধ্বনিত হয়েছে যাতে লেখা ছিল 'যেকোনো কিছুতে শাহরুখ খানের উপস্থিতি সেই জিনিসটিকে ১০০ গুণ বেশি ভালো দেখাতে পারে! এই কারণে তিনি রাজা! তাকে বড় পর্দায় ফিরে দেখে আনন্দিত। সময়কাল কোন ব্যাপার না।'

অন্য একজন ভক্ত লিখেছেন: 'মরো বা স্বীকার করো, রকেট্রিতে দ্য নান্বি এফেক্টে শাহরুখ খানের ১০ মিনিটের ক্যামিও কিছু লোকের পুরো ক্যারিয়ারের চেয়ে ভাল।'

 

 


এভাবেই অন্য এসআরকে ফ্যান তাঁর ক্যামিওর বিষয় সংক্ষিপ্ত ভাবে লিখেছেন  'ছোট ভূমিকা, বড় আশ্চর্য। শাহরুখ খান তাঁর ছোট ভূমিকায় আপনাকে আবেগপ্রবণ করে তোলেন তাঁর জাদু তাঁর আভা এতটাই বাস্তবসম্মত, তাঁর চৌম্বকীয় অভিনয় আপনার চোখে জল আনবে, যে তিনি কত সুন্দর অভিনেতা।'

 

এসআরকে কে কতটা মিস করেছেন তাঁর ভক্ত রা তা বোঝানোর জন্য এই ভক্ত আবার অঙ্ক কোষেছেন করেছিলেন। বিশ্ব করে বার করেছেন, '৪২ মাস, ১৮৪ সপ্তাহ, ১২৮৮ দিন, ৩০৮৯৮ ঘন্টা, ১৮৫৩৯০১মিনিট, ১১১২৩৪০৮২ সেকেন্ড পরে। শাহরুখ খানকে বড় পর্দায় দেখছি। মাধবন, ধন্যবাদ।'

 

 'এটা নিশ্চয়ই মনে হচ্ছে শাহরুখ খা ৪ বছর ধরে বিরতি নেওয়ার পরেও পুরো সিনেমায় বিশেষ করে ক্লাইম্যাক্সে আবেগঘন দৃশ্যে তাঁর স্ক্রিন উপস্থিতি দিয়ে আবার জাদুটি করেছেন,'  অন্য একটি টুইট।

 

 ফিল্মের প্রচারের সময়, মাধবন প্রকাশ করেছিলেন যে এসআরকে বা সুরিয়া (যিনি তামিল সংস্করণে অভিনয় করেছেন) কেউই ফিল্মে তাঁদের ক্যামিও উপস্থিতির জন্য কোনও ফি নেয় না। মাধবন আরও  বলেছেন 'সুরিয়া হোক বা খান সাহেব( শাহরুখ), তাঁদের কেউই ছবির জন্য কোনও পারিশ্রমিক নেয় না। এমনকি তাঁরা, পোশাক এবং সহকারীর জন্যও কিছু নেয়নি। সুরিয়া শুটিং করতে বেরিয়েছিল। নিজের টাকায় তার ক্রুদের সাথে মুম্বাই এ। এমনকি ফ্লাইটের জন্য বা সংলাপ লেখকের জন্য যে তাঁর লাইন তামিল ভাষায় অনুবাদ করেছেন তার জন্যও তিনি চার্জ নেননি।' দ্য নাম্বি ইফেক্ট শুক্রবার হিন্দি, মালয়ালম, তেলেগু এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।

আরও পড়ুন,মাত্র পাঁচ দিনে ৫৫২ হাজার ভিউ শিল্পী রাজের নতুন গানে, জেনে নিন কোন গান টি 

আরও পড়ুন, উন্মুক্ত পিঠ ও ক্লিভেজ দেখাচ্ছেন মালবিকা, শিমারি ব্যাকলেসে ঝরে পড়ছে গ্ল্যামার, দেখে নিন তাঁর হট ছবি গুলি

Read more Articles on
Share this article
click me!