খাবার হতে হবে তেল ছাড়া, তবেই তা মুখে তুলবেন রণবীর, রইল সেলেব ডায়েট টিপস

Published : Dec 15, 2020, 06:56 PM IST
খাবার হতে হবে তেল ছাড়া, তবেই তা মুখে তুলবেন রণবীর, রইল সেলেব ডায়েট টিপস

সংক্ষিপ্ত

তেল ছাড়া খাবারই মূল মন্ত্র চারবেলা কী কী খান রণবীর ঘুম থেকে ওঠা থেকে ঘুমনো পর্যন্ত কড়া ডায়েট রইল সেই তালিকা 

শরীর ধরে রাখার জন্য তারকারা কড়া ডায়েট ফলো করেন। মাঝে মধ্যে একটা দুটো চিট ডে তালিকাতে থাকলেও, কোথাও গিয়ে যেন তারকাদের ফিটনেসের রহস্য লুকিয়ে থাকে তাঁদের ডায়াটেই। রণবীর সিং পর্দায় যখন প্রথম পা রেখেছিলেন তখন থেকেই ছিপছিপে চেহারা ধরে রেখেছেন। কিন্তু তারই মাঝে তাঁর টানটান চেহারা রামলীলাতে তাক লাগিয়েছিল ভক্তদের।

 

 

নিজের পাতে কী কী খাবর রেখে থাকেন রণবীর-

ব্রেকফাস্টঃ সকালে ঘুম থেকে উঠে রণবীর সিং খান ডিমের সাদা অংশ, তাজা ফল ও ভেজিটেবল

লাঞ্চঃ দুপুরে রণবীরের পাতে থাকে গ্রিল্ড মাছ বা মাংস, সঙ্গে রাইস, ফ্রাইড ল্যাম্ব ও সলমন 

টিফিনঃ বিকেলে জিমের আগে রণবীর অল্প খাবারই পছন্দ করেন, নাটস, আমন্ড বা প্রোটিন সেক.

ডিনারঃ রাতে এক কাপ ভাতের সঙ্গে মাছ বা চিকেন দিয়েই সেরে ফেলেন খাবার

রণবীরের প্রথম শর্তই হল খাবার তৈরি হতে হবে বাড়িতে। বাড়ির তৈরি্ খাবারেই ভরসা করেন রণবীর সিং। দিনের শুরুতেই তিনি হালকা খাবার খেয়ে থাকেন। দিনে চারবার খাবার খান রকণবীর। পর্যাপ্ত পরিমিাণ জলও পান করেন তিনি। তবে রণবীরের ডায়েটের একটাই রহস্য তিনি খাবারে তেল খান না।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?