'কেকে -কে খুন করল কলকাতা', গায়কের মৃত্যুতে CBI তদন্তের দাবি তুললেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা


কলকাতার লাইভ কনসার্টই কেড়ে নিল কেকে-র প্রাণ। এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তরতাজা একটি প্রাণ। আর কোনওদিনই ফিরে আসবে না।  তারকা থেকে সঙ্গীতশিল্পী সকলেই তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। কেউই যেন এটা মেনে নিতে পারছেন না। প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কেকে -র লাইভ পারফরমেন্স আয়োজন করার ক্ষেত্রে কলকাতার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ফেসবুকে লেখেন,  এটি পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। কেকে-কে হত্যা করেছে কলকাতা আর সরকার তাদের দোষ ঢাকতে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাচ্ছে। ২৫০০ লোকের জায়গায় কীভাবে ৭০০০ জন মানুষ ঢুকে পড়ল। কেন এসি বন্ধ করা হয়েছিল। কেকে প্রচন্ড ভাবে ঘামছেন। তা বারংবার নজরুল মঞ্চের কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। কোনও প্যারামেডিক নেই। নেই কোনও প্রাথমিক চিকিৎসা। কেকে-র মৃত্যুর সিবিআই তদন্ত হওয়া দরকার এবং ততক্ষণ পর্যন্ত বলিউডের বাংলায় অনুষ্ঠান করা বয়কট করা উচিত।

Riya Das | Published : Jun 2, 2022 8:27 AM IST / Updated: Jun 02 2022, 04:37 PM IST

কলকাতার লাইভ পারফরমেন্স যে জীবনের শেষ স্টেজ শো হয়ে থাকবে তা ঘুনাক্ষরেও টের পাননি কৃষ্ণকুমার কুন্নাথ। কলকাতায় টানা ২ দিনের স্টেজ শো নিয়ে বেশ এক্সসাইটেড ছিলেন কেকে। এর আগেও বহুবার কলকাতায় এসেছেন, সুরের জাদুতে স্টেজ কাঁপিয়েছেন। তবে এবার কেন এমনটাই হল। কলকাতাতে এসে হাসতে হাসতে সুরের জাদুতে সকলকে ভুলিয়ে আলবিদা বলে চলে গেল সঙ্গীতশিল্পী কেকে। কেকে-র আকস্মিক প্রয়াণে সকলেই শোকস্তব্ধ। তবে এমনটা যেন মেনে নিতে পারছেন না। কেকে-র মৃত্য নিয়ে ইতিমধ্যেই উঠেছে একাধিক অভিযোগ। এবার প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কেকে -র লাইভ পারফরমেন্স নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।

কলকাতার লাইভ কনসার্টই কেড়ে নিল কেকে-র প্রাণ। এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তরতাজা একটি প্রাণ। আর কোনওদিনই ফিরে আসবে না।  তারকা থেকে সঙ্গীতশিল্পী সকলেই তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। কেউই যেন এটা মেনে নিতে পারছেন না। প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কেকে -র লাইভ পারফরমেন্স আয়োজন করার ক্ষেত্রে কলকাতার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ফেসবুকে লেখেন,  এটি পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। কেকে-কে হত্যা করেছে কলকাতা আর সরকার তাদের দোষ ঢাকতে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাচ্ছে। ২৫০০ লোকের জায়গায় কীভাবে ৭০০০ জন মানুষ ঢুকে পড়ল। কেন এসি বন্ধ করা হয়েছিল। কেকে প্রচন্ড ভাবে ঘামছেন। তা বারংবার নজরুল মঞ্চের কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। কোনও প্যারামেডিক নেই। নেই কোনও প্রাথমিক চিকিৎসা। কেকে-র মৃত্যুর সিবিআই তদন্ত হওয়া দরকার এবং ততক্ষণ পর্যন্ত বলিউডের বাংলায় অনুষ্ঠান করা বয়কট করা উচিত।

আরও এক নক্ষত্রপতন।  ২০২২ সালটা যে মোটেই ভাল যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক মৃত্যুসংবাদ। বলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। অকালে  চলে গেলেন স্বনামধন্য গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেক। উপচে পড়েছিল ভিড়।  কলকাতায় গান গাওয়া যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবকে পারেননি। বলিউডের এই বিখ্যাত গায়কল নজরুল মঞ্চে অনুষ্ঠানের মধ্যেই অসুস্থ বোধ করছিলেন। তারপর হোটেলে ফিরতেই আরও যেন বেশি অসুস্থ হয়ে পড়েন।  মঙ্গলবার রাতেই নিউমার্কেটের পাঁচতারা হোটেল থেকে গায়ককে একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা করার কোনও সুযোগই দিলেন না কেকে, নিশব্দেই  যেন সকলেকে ফাঁকি দিয়ে চলে গেলেন কেকে। গায়কের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীতমহলে।
 

আরও পড়ুন-'খবরটা কেন মিথ্যে হল না, ৫৩-তেই ও চলে গেল', কেকে-র মৃত্যতে ফেলে আসা মুহূর্তের স্মৃতিচারণ করলেন গৌতম

আরও পড়ুন- কেরিয়ারের শুরু থেকে প্রথম রেকর্ডিং সবটাই কেকে-র হাত ধরে, বন্ধুর শেষ বিদায়ে আবেগঘন বার্তা শান্তনু মৈত্রর

Share this article
click me!