বচ্চন পান্ডের সেটে এ কী কাণ্ড ঘটালেন কৃতি, তাক লাগিয়ে দিলেন সকলকে. মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Jan 06, 2021, 09:28 AM IST
বচ্চন পান্ডের সেটে এ কী কাণ্ড ঘটালেন কৃতি, তাক লাগিয়ে দিলেন সকলকে. মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

বচ্চন পান্ডে ছবির শ্যুটে ব্যস্ত কৃতি সেই ছবির শ্যুটেই স্টানিং লুকে ডিভা বুলেট নিয়ে তাক লাগালেন কৃতি মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও 

কৃতি স্যানন, বলিডে পা রাখার পর থেকেই অভিনয় দাপট ও উপস্থাপনায় নজর কেড়েছেন এই অভিনেত্রী। কয়েকবছরের মধ্যেই টপ অভিনেত্রীদের সারিতে নাম লিখিয়েছেন তিনি। অক্ষয় কুমার থেকে শুরু করে শাহরুখ, বরুণ বা সুশান্ত, বিভিন্ন সময় বিভিন্ন তারকাদের বীপরীতে নিজেকে সাবলীল করে তুলেথছেন তিনি। তাই বলিউডেরও বেশ পছন্দ এই অভিনেত্রীকে। হাতে সেই সূত্রেই একের পর এক ছবির প্রস্তাবও আসতে থাকে। 

আরও পড়ুন- সর্বনাশ, বিয়ের আগেই হবু বউকে ছেড়ে ছাড়তে চাইছেন নীল, এবার কী হবে তৃণার

আর প্রতিটি চরিত্রতেই নিজের একশো শতাংশ উজার করে দিতে প্রস্তুত কৃতি। তারই ঝলক মিলল এবার বচ্চন পা্ডের সেটে। ছবির শ্যুটিং সেটেই বুলেট চালানো শিখলেন কৃতি। আর নিমিশে তা রপ্ত করে নিয়ে ভাইরাল হয়ে উঠলেন হট ডিভা। সকলের সামনেই স্মার্টলি চালিয়ে দিলেন বুলেট। সদ্য শেখার কোনও ছাপই নেই। দিব্যি পোক্ত হাতেই সামলে নিলেন এই বিদ্যা। 

 

 

সেট থেকে সেই ভিডিওই এবার সামনে এলো। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। বচ্চন পান্ডে ছবিতে কৃতির সঙ্গে দেখা যাবে জ্যাকলিনকে। জ্যাকলিন বলিউডের অন্যতম দাপটে অভিনেত্রী। তবে তার সঙ্গে পাঙ্গা দিতেই ঝড় তুলছেন এবার কৃতি। বছর শুরুতেই সেলেবরা ব্যস্ত এই ছবির শ্যুট নিয়ে। ২০২০ বক্স অফিসে মুখ থুবরে পড়লেও ২০২১ সালে একের পর এক ছবি এখন পাইলাইনে। প্রস্তুতি তুঙ্গে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার