'চরিত্রের কোথায় কোথায় সুশান্ত নিজেকে তুলে ধরেছিল আমি জানি', ছবি দেখে ভেঙে পড়লেন কৃতি

Published : Jul 26, 2020, 04:03 PM ISTUpdated : Jul 26, 2020, 04:08 PM IST
'চরিত্রের কোথায় কোথায় সুশান্ত নিজেকে তুলে ধরেছিল আমি জানি', ছবি দেখে ভেঙে পড়লেন কৃতি

সংক্ষিপ্ত

দিল বেচারা ছবির মুক্তির পরই তা দেখে ফেললেন কৃতি ছবি দেখার পর আবারও আবেগঘন পোস্ট সুশান্তকেই দেখেছেন তিনি  ম্যানিকে নয় পাশাপাশি সঞ্জনা ও ছাবড়াকে শুভেচ্ছা জানান কৃতি

শুত্রবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা মুক্তির পরই তা দেখে ফেললেন কৃতি স্যানন। সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট করে চলেছেন কৃতি স্যানন। তা দেখা মাত্রই আবেগে ভেসেছে গোটা৪ নেট-মহল। কৃতির কথায় তাঁর হৃদয়ের একটি টুকরো চলে গিয়েছে। আর বাকিতে সারা জীবন থেকে যাবেন সুশান্ত। এবার দিল বেচারা দেখে কী বললেন কৃতি!

আরও পড়ুনঃ কীভাবে করোনার রোগীরা মানসিক অবসাদের শিকার হয়, নিজের অভিজ্ঞতা দিয়ে বোঝালেন বিগ বি

কৃতির কথায়, এই ছবিতে তিনি ম্যানিকে নয়, সুশান্তকেই দেখতে পেয়েছেন। একের পর এক দৃশ্যে কীভাবে সুশান্ত নিজেকে উজার করে দিয়েছে তা উপলব্ধি করেন কৃতি। তাঁর মতে বেশ কিছু জায়গায় সুশান্ত অভিনয় করছিলেন না, নিজের কথাই তুলে ধরেছিলেন, যা তিনি বুঝতে পারেন। শুধু তাই নয়, কৃতির মতে বেশকিছু জায়গায় সুশান্ত কিছু না বলেও অনেককিছু বলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তাঁর হৃদয় আবার ভেঙে গিয়েছে। 

 

 

পাশাপাশি কৃতি মুকেশ ছাবড়া ছবির পরিচালকের উদ্দেশ্যে জানান, যে তিনি এই ছবিটি প্রথম করেছেন। যদিও এই ছবির এক ভিন্ন মাত্র আছে, তাও অনবদ্য ছবি বলে জানান কৃতি। সঙ্গে সঞ্জনারও প্রথম ছবি এটি। তাঁকেও ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানান কৃতি স্যানন। কৃতির মত আরও অনেকেই এই ছবিতে ম্যানির জায়গায় খুঁজে পেয়েছিলেন সুশান্তকে। আর তাঁর মৃত্যু যন্ত্রণা এই ছবির মধ্যে দিয়েই চাক্ষুস করলেন সকলে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত