ছবির ক্রেডিটে থাকতে হবে লক্ষ্মীর আইনজীবী অপর্ণার নাম, নির্দেশ আদালতের

  •  আজ সারা দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছপাক
  • আইনজীবী অপর্ণা ভাটের নাম ছবির ক্রেডিটে রাখার জন্য  ছবি নিমার্তাদের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত
  • ইতিমধ্যেই এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন অপর্ণা
  • গতকালই ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে এই ছবিকে

Riya Das | Published : Jan 10, 2020 6:03 AM IST / Updated: Jan 10 2020, 11:48 AM IST

অবশেষে বিচার মিলল। ছবির কেন্দ্রীয় চরিত্র লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাট এবার  মামলা দায়ের করেছেন। অপর্ণার অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনী নিয়ে যে ছবি পর্দায় আসতে চলেছে তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা লড়েছেন আইনজীবী অপর্ণা ভাট। কিন্তু সিনেমায় লক্ষ্মী আগরওয়াল, কিংবা অপর্ণার নাম করে একবারও কৃতজ্ঞতা স্বীকার জানানো হয়নি। আর সেই কারণের জন্যই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অপর্ণা। লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাটের নাম ছবির ক্রেডিটে রাখার জন্য  ছবি নিমার্তাদের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।

আরও পড়ুন-ফের বিস্ফোরক তনুশ্রী, আশারাম বাপুর সঙ্গে তুলনা টানলেন নানার...

Latest Videos

আজ ছবি মুক্তির দিন। সারা দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'ছপাক'। আর ছবি মুক্তির আগেই একের পর এক নয়া বির্তকে জড়াচ্ছে 'ছপাক'।  কোনও ভাবেই যেন এই ছবি আজ মুক্তি না পায়। তার  আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও তিনি তাতে ব্যর্থ হলেন। এছাড়াও অপর্ণা জানিয়েছিলেন ছবির নির্মাণপ্রক্রিয়া চলাকালীন ও নির্মাতাদের নানারকম তথ্য দিয়ে সাহায্য করেছিলেন তিনি। এমনকী ছবির চিত্রনাট্য থেকে শুরু করে শ্যুটিংয়ের ক্ষেত্রেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তাও তিনি ফিল্ম ক্রেডিটে স্থান পাননি।

 

এই সমস্ত কারণগুলিই তিনি আদালতে খাড়া করেছেন। অপর্ণার আবেদনে সাড়া দিয়ে আদালত তাই নির্দেশ দিয়েছে, ছবির স্ক্রিনিং চলাকালীন অপর্ণা ভাট  এবং বর্তমানে মহিলাদের উপর শারীরিক ও যৌন নিগ্রহের ঘটনায় আদালতে তাদের হয়ে মামলা লড়েন তিনি -এই লাইনটি দেখাতে হবে। ইতিমধ্যেই এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি। তারপর থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন সমস্ত নেটিজেনরা।  ইতিমধ্যেই গতকালই ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে এই ছবিকে।

Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল