'তখন ঋষি ছয় মাসের', শেষকালে এই ছবিটাই লতা মঙ্গেশকরকে পাঠিয়েছিলেন অভিনেতা

Published : Apr 30, 2020, 12:00 PM IST
'তখন ঋষি ছয় মাসের', শেষকালে এই ছবিটাই লতা মঙ্গেশকরকে পাঠিয়েছিলেন অভিনেতা

সংক্ষিপ্ত

ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছায়া ভেঙে পড়ল সিনে দুনিয়া শোক প্রকাশ করলেন লতা মঙ্গেশকর জানালেন, ৬ মাস বয়স যখন, তখন থেকে জানি 

ঋষি কাপুরের চলে যাওয়া খবর যেন এখতনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। পর পর দুই তারকার প্রয়াণের খবরে ভেঙে পড়েছে বলিউড। ভক্ত মহলে শোকের ছায়া। শোক প্রকাশ করলেন লতা মঙ্গেশকরও। খবর পাওয়া মাত্রই তনেট দুনিয়ায় একটি ছবি শেয়ার করে শোক জ্ঞাপন করেন তিনি। লিখলেন, 'কয়েকদিন আগেই এই ছবি পাঠিয়েছিলেন তিনি আমায়। আজ সেই দিন, সেই কথা, সলব মনে পড়ে যাচ্ছে।'

আরও পড়ুনঃ 'সে চলে গেল', ঋষি কাপুরের মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন অমিতাভ

ঋষি কাপুরের মৃত্যুতে শোক জ্ঞাপন করে লতা মঙ্গেশকর আরও জানান, এই ছবি তোলা যখন ঋষির বয়স মাত্র ৬ মাস। আমার কোলে ছোট্ট ঋষিকে দিয়েছিলেন বউদি। আমি তখন রাজকাপুরের রেকর্ডিং সেটে। উনি খেতে গিয়েছিলেন। তখনই বউদি ঋষিকে নিয়ে আসেন আমার কাছে। কোলে নেওয়া সেই ছবি এক দুমাস আগেই পাঠিয়ে ছিলেন ঋষি। 

 

 

বরাবর ঋষি কাপুরের সঙ্গে আমার যোগাযোগ ছিল। ফোনে কথা, হত, অসুস্থ ছিলেন যখন তখন  ম্যাসেজে কথা হত। খুব ভালো সম্পর্ক ছিল ওঁর সঙ্গে। আজ ওঁর চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। অনেক কিছু মনে পড়ছে, অনেক স্মৃতি ভেসে আসছে আজ। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?
শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত