করোনা কাড়ল লাকি আলির প্রাণ, 'আমি দিব্য সুস্থ আছি', গুজব উড়িয়ে পোস্ট গায়কের

Published : May 08, 2021, 09:25 AM IST
করোনা কাড়ল লাকি আলির প্রাণ,  'আমি দিব্য সুস্থ আছি', গুজব উড়িয়ে পোস্ট গায়কের

সংক্ষিপ্ত

মৃত্যু গুজবে এবার নাম লাকি আলির করোনা কেড়েছে প্রাণ ভাইরাল পোস্ট  সকলকে স্বস্তি দিয়ে মুখ খুললেন গায়ক জানালেন তিনি ভালো আছেন

করোনা ইতিমধ্যেই কেড়েছে একাধিক তারকারার প্রাণ। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে গায়ক, সুরকার, সেই তালিকাতে থেকে বাদ পড়েনি কেউই। এবার করোনার দ্বিতীয় তরঙ্গে প্রাণ কাড়ল গায়ক লাকি আলির, এই খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। মুহূর্চে হয়ে উঠল তা ভাইরাল। ঘুম উড়েছিল ভক্তদের। একের পর এর এক শোকের খবর সিনে জগত থেকে উঠে আসতে দেখা গিয়েছে গত এক বছরে। 

আরও পড়ুন- অসুস্থ অরিজিৎ সিং-এর মা, পোস্ট দেখা মাত্রই উপচে পড়া সাহায্য, বিষয়টা স্বস্তি দিল না সুপারস্টারকে

অগুণতি ভক্তের প্রিয় গায়ক আর নেই, এই বার্তা মেনে নিতে পারেননি অনেকেই। কয়েকদিন আগেই গোয়ার বিচ থেকে লাকি আলির গাওয়া গান ও সানাম ভাইরাল হয়েছিল। তবে না, স্বস্তির খবর শোনালেন খোদ লাকি আলি। খবর সম্পূর্ণ মিথ্যে। তিনি দিব্য আছেন। সুস্থ আছেন। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন সেই বার্তা। 

মুহূর্তে এই পোস্ট হয়ে উঠল ভাইরাল। শান্তি ফিরল ভক্তদের মনে, একের পর এক খারাপ খবরের মাঝে প্রিয় গায়কের প্রয়াণের খবর কানে আসা মাত্রই অনেকেই প়েছিলেন ভেঙে। মেহেমুদের ছেলে লাকি আলি, কহোনা পেয়ার হ্যায় থেকে গানের দুনিয়ায় সফর শুরু, গানের সংখ্যা কম হলেও, তিনি যে কয়েকটি গানই উপহার দিয়েছেন, তা সকলের মন ছুঁয়ে গিয়েছে মুহূর্তে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে