এক ফ্রেমে মালাইকা-হারনাজ, নেটদুনিয়ায় ভাইরাল ছাঁইয়া ছাঁইয়া মোমেন্ট

সংক্ষিপ্ত

মুম্বইতে একটি শো-এ এই গানের ডান্স টিচারের ভূমিকায় দেখা গেল বলিউডের হট অ্যান্ড সেক্সি মালাইকাকে। আর তিনি কার ডান্স টিচার হয়েছেন জানেন...নান আদার দ্যান এবছরের মিস ইউনিভার্স হারনাজ সিন্ধুর। হ্যাঁ, মুম্বইতে অনুষ্ঠিত জোস ওকাও ইভেন্টে হারনাজকে ছাইয়া ছাঁইয়া গানের সেই আইকনিক স্টেপ শেখাচ্ছিলেন খোদ ছাঁইয়া ছাঁইয়া গার্ল। 

নয়ের দশকের সুপারহিট মুভি দিল সে। শাহরুখ আর মনীষা কৈরালা অভিনীত এই ছবির অন্যতম মূল আকর্ষণ ছিল সিনেমায়  মালাইকা অরোরার স্পেশাল অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, দিল সে ছবির ছাঁইয়া ছাঁইয়া গানটি আজও লোকমুখে ফেরে। আর এই গানে মালাইকার বডি মুভমেন্ট আজও যেন সকলের নজরে একেবারে আটকে রয়েছে। মুম্বইতে একটি শো-এ এই গানের ডান্স টিচারের ভূমিকায় দেখা গেল বলিউডের হট অ্যান্ড সেক্সি মালাইকাকে। আর তিনি কার ডান্স টিচার হয়েছেন জানেন...নান আদার দ্যান এবছরের মিস ইউনিভার্স হারনাজ সিন্ধুর। হ্যাঁ, মুম্বইতে অনুষ্ঠিত জোস ওকাও ইভেন্টে হারনাজকে ছাইয়া ছাঁইয়া গানের সেই আইকনিক স্টেপ শেখাচ্ছিলেন খোদ ছাঁইয়া ছাঁইয়া গার্ল। 

হারনাজের ডান্স টিচার হয়ে মালাইকার সেই ডান্স স্টেপ শেখানোর ভিডিও ঘোরা ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। তবে শিক্ষিকা বা ছাত্রী কেউই কিন্তু এই মুহুর্তের ছবি ক্যামেরায় বন্দী করে নেটদুনিয়ায় ছেড়ে দেয়নি। আসলে মুম্বইয়ের এক পাপারাতজি তাঁর নিজস্ব ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মালাইকা-সিন্ধুর ছাঁইয়া ছাঁইয়া মোমেন্টকে ফ্রেমবন্দী করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে, মালাইকা অরোরা কীভাবে হারনাজ সিন্ধুকে এই আইকনিক ডান্স স্টেপের শিক্ষা দিচ্ছেন। এই ভিডও দেখে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, মালাইকার থেকে ভাল এই গানের সঙ্গে কোমড় দোলাতে আর কেও পারবে না। আরেকজন আবার হারনাাজের কসরতকে কদর করে লিখেছেন, মালাইকার মত ডান্সের স্টেপ তুলতে যথেষ্ট চেষ্টা করছেন তিনি। আরেক ইন্সটা ইউজার আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কমেন্ট বক্সে। তিনি লিখছেন, ছাঁইয়া ছাঁইয়া নাচের সঙ্গে কে ভাল পারফর্ম করছে..মাালাইকা নাকি হারনাজ..

Latest Videos

আরও পড়ুন-যেমন কথা তেমন কাজ, টিজার প্রকাশের মাধ্যমে প্রকাশ্যে এল বিক্রান্ত রোনার মুক্তির দিন

আরও পড়ুন-করিনার জীবনে কে এই স্পেশাল ওয়ান, যার জন্য বিরিয়ানি রেঁধে খাওয়ালেন বেবো

আরও পড়ুন-ছবির শ্যুটিং শুরু করলেন নুসরত বারুচা,কাঁদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সুপার এক্সাইটেড নায়িকা

সম্প্রতি মিস ইউনিভার্স হানরাজ সিন্ধুর কিছু ছবিতে দেখা গেছে তিনি বেশ মোটা হয়েছে। এই প্রসঙ্গে অবশ্য এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেলিঅ্যাক রোগে আক্রান্ত হয়েছেন। সংবাদমাধ্যম পিটিআই -কে দেওয়া সাক্ষাৎকারে মিস ইউনিভার্স বলেন যে, তাঁর এই রোগের কথা তিনি প্রকাশ্যে আনেন নি। সেই সঙ্গে বলেন, একটা সময় তাঁকে সবাই বলত তাঁর থেকে রোগা বোধয় আর কেউ হয় না। কিন্তু দিনের পরিবর্তন ঘটেছে। এখন তাঁকে শুনতে হচ্ছে তিনি বেশ মোটা হয়েছেন। তাঁর শরীরে যে সিলিঅ্যাক রোগ দানা বেঁধেছে সেই জন্য এখন এনেক কিছু খেতেও পারেন না তিনি। যেমন ময়দা ও আরও বেশ কয়েকটি জিনিস একেবারে খাওয়া বারণ হয়ে গিয়েছে তাঁর। তবে তিনি সবসময় পজেটিভ ভাইবসে বিশ্বাস রাখেন। আর ঠিক সেই জন্যই  আজকাল যখন তাঁকে নিয়ে নেগেটিভ ট্রোল করা হয় তিনি মোটই বিব্রত হন না। বরং নিডজকে আরও অনেক বেশি গর্জিয়াস, বিউটিফুল মনে করেন মিস ইউনিভার্স হারনাজ সিন্ধু। 

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুদের রক্ষার জন্য গ্রামরক্ষী বাহিনী তৈরি করতে হবে!’ হিন্দুদের রক্ষায় শুভেন্দুর চরম প্ল্যান!
যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে না SSC, করলে কী হবে, বলে দিলেন Suvendu Adhikari | SSC Scam List