রবীন্দ্র সদনেই রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হবে কেকে-কে, কলকাতা ফিরেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত। মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অন্ডাল থেকে বিমানে করে কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে পোস্ট মর্টেম হয়েছে সঙ্গীত শিল্পী কেকে-র। আপতত এসএসকে এম হাসপাতালেই সঙ্গীত শিল্পীর দেহ রাখা থাকবে।  মমতা  বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,  কেকে-র স্ত্রীর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসকেএম পোস্টমর্টেম চলছে কেকে-র, এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে।  বিকেল ৫.১৫ ফ্লাইটে কেকে-কে নিয়ে যাওয়া হবে মুম্বইতে । তার আগেই কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। দমদম এয়ারপোর্টের বদলে রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে বিখ্যাত সঙ্গীতশিল্পীকে। এই কথাই  সাংবাদিকদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 

জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত। মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অন্ডাল থেকে বিমানে করে কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে পোস্ট মর্টেম হয়েছে সঙ্গীত শিল্পী কেকে-র। আপতত এসএসকে এম হাসপাতালেই সঙ্গীত শিল্পীর দেহ রাখা থাকবে।  মমতা  বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,  কেকে-র স্ত্রীর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসকেএম পোস্টমর্টেম চলছে কেকে-র, এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে।  বিকেল ৫.১৫ ফ্লাইটে কেকে-কে নিয়ে যাওয়া হবে মুম্বইতে । তার আগেই কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। দমদম এয়ারপোর্টের বদলে রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে বিখ্যাত সঙ্গীতশিল্পীকে। এই কথাই  সাংবাদিকদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেকে-র  মৃত্যুর খবর পেয়েই  টুইটে মমতা জানিয়েছিলেন, সঙ্গীতশিল্পী কেকে-র অসময়ে চলে যাওয়াটা খুব মর্মাহত। এই হঠাৎ মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারা যায় না। গতকাল রাত থেকেই আমার সহকর্মীরা সবরকমের ব্যবস্থা নিয়েছে। এবং তার পরিবারের পাশে থাকতে ও সমস্ত রকম সাহায্য করতেও প্রস্তুত প্রশাসন। তার পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। গতকাল রাতেই হাসপাতালে পৌঁছেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবং কিছুক্ষণ আগে কলকাতায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।প্রয়াত সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমস্ত বিখ্যাত শিল্পীদের এই রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হয়। সেইমতো রাষ্ট্রীয় মর্যাদায় কেকে-কেও গান স্যালুট দেওয়া হবে রবীন্দ্র সদনে।

Latest Videos

 

 

 কলকাতায় গান গাইতে আসাটাই  যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবকে পারেননি। মাত্র দুদিনের জন্য কলকাতায় অনুষ্ঠান করতে এসে যে তিনি আর বাড়ি ফিরবেন না তার দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেকে-র স্ত্রী জ্যোতিকৃষ্ণ। স্বামীর নিথর দেহটা ফিরিয়ে নিয়ে যেতেই বুধবার কলকাতায় পৌঁছেছেন স্ত্রী জ্যোতিকৃষ্ণ ও ছেলে নকুল। কেকে-র প্রয়াণে তার এতটাই শোকাহত যে সংবাদমাধ্যমকে একটা কথারও জবাব দেননি প্রয়াত গায়কের পরিবার। মেয়ে তামারাকে রেখে ছেলে নকুলকে নিয়েই কলকাতায় এসেছেন কেকে-র স্ত্রী জ্যোতিকৃষ্ণ। এইভাবে যে তাকে অলবিদা জানাতে হবে তা ভাবতেই পারছেন না স্ত্রী-পুত্র-পরিবারের কেউই। বর্তমানে এসএসকেএম  হাসপাতালেই রয়েছেন কেকে-র পরিবার। তিনি আর নেই। এখন যেন কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে।
 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury