মলদ্বীপে মন্দিরা, শেয়ার করা হট ছবি ভাইরাল নেট দুনিয়ায়

  • নেট দুনিয়ায় ভাইরাল ছবি
  • ছুটি কাটাতে মলদ্বীপে মন্দিরা বেদী
  • সেখান থেকেই শেয়ার করলেন ছবি, টিকটক
  • হট ছবি শেয়ার করে নজর কাড়লেন ৪৭ বছর বয়সি মন্দিরা

একে একে বলিউড সেলিব্রিটিরা ছুটি কাটাতে পৌঁছে যাচ্ছেন মলদ্বীপ। বরাবরই বিটাউনের কাছে এটি খুব পছন্দের ছুটি কাটানোর ডেস্টিনেশন। সম্প্রতিই শাহরুখ খান সপরিবারে সেখান থেকে ফিরলেন। তারপরই বলিউড সুন্দরী মালাইকা আরোরা পৌঁচ্ছে গিয়েছিলেন মলদ্বীপেই। এবার পালা মন্দিরা বেদী-র। সেখানেই এখন ছুটি কাটাচ্ছেন তিনিও। বয়স যতই হোক, আজও মন্দিরা বেদীর ভক্তের সংখ্যা গগণচুম্বী। ফিটনেস থেকে শুরু করে স্টান্ট, যেকোনও তরুণী অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি সহজেই। 

 

Latest Videos

 

এবার তাঁরই হট পোজে শেয়ার করা ছবি ভাইরাল হল নেট দুনিয়ায়। সোমবার নিজের এই ছবি শেয়ার করেছিলেন তিনি। বর্তমান মডেলদের থেকে কোনও অংশে কম ছিল না এই পোজ। একঝলক দেখলেই যেন মনে হবে কোনও অন্তর্বাসের বিজ্ঞাপনের শ্যুটিং চলছে। 

 

 

এই ট্রিপ থেকে টিকটকও শেয়ার করলেন তিনি। জলের ওপর জলকেলি। ছুটির মেজাজেই মন্দিরা উপভোগ করছেন মলদ্বীপ। ব্যাস্ততার ফাঁকে খানিকটা সময় করে নেওয়া, ফলে বেজায় মাতলেন তিনি, তা বলাই বাহুল্য। ছবির পরতে পরতে তা চোখে পড়েছে সকলের। 

 

 

নিজের ট্রিপের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন। দেখালেন মলদ্বীপও। তবে কোথাও যেন খানিক বয়সের ছাপ চোখে পড়েছে ভক্তদের। ফলে কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়াই ধরা দিল এই দিন। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News