আর্থিক প্রতারণা মামলায় মুক্তি পেল শিল্পা ও শমিতা, আদালত থেকে ছাড়া পেলেন না মা সুনন্দা

বলিউডের শিরোনামে সর্বদাই রয়েছেন বলি নায়িকা শিল্পা শেট্টি (Shilpa Shetty)।  সোমবারই মুম্বই সেশন কোর্ট মুক্তি দিল শিল্পা শেট্টি ও তার বোন শমিতাকে ( Shamita Shetty)। তবে শিল্পা ও শমিতাকে মুক্তি দিলেও মা সুনন্দাকে মুক্তি দিল না আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, সুনন্দার বিরুদ্ধে লোয়ার কোর্টে মামলা নিয়মমাফিক চলবে। সোমবার মুম্বইয়ের সেশন কোর্টের বিচারক দুই অভিনেত্রীর বোনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে তাদের মুক্তি দিলেন। কিন্তু তার মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও মঞ্জুর করেনি আদালত। সূত্রের খবর, অভিযোগকারী এমন কোনও নথি দেখাতে পারেননি, যা থেকে প্রমাণ করা যায় যে শিল্পা ও শমিতা এই কোম্পানীর অংশীদার। সেই কারণেই এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে। পরের শুনানিটি হবে ২৫ মার্চ।

বলিউডের শিরোনামে সর্বদাই রয়েছেন বলি নায়িকা শিল্পা শেট্টি।  সোমবারই মুম্বই সেশন কোর্ট মুক্তি দিল শিল্পা শেট্টি (Shilpa Shetty)। ও তার বোন শমিতাকে ( Shamita Shetty) । তবে শিল্পা ও শমিতাকে মুক্তি দিলেও মা সুনন্দাকে মুক্তি দিল না আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, সুনন্দার বিরুদ্ধে লোয়ার কোর্টে মামলা নিয়মমাফিক চলবে। সোমবার মুম্বইয়ের সেশন কোর্টের বিচারক দুই অভিনেত্রীর বোনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে তাদের মুক্তি দিলেন। কিন্তু তার মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও মঞ্জুর করেনি আদালত।

আর্থিক প্রতারণার অভিযোগে ফের শিরোনামে উঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty । তবে শিল্পা শেট্টি একা নন, তার মা সুনন্দা শেট্টি, বোন শমিতা শেট্টির ( Shamita Shetty) বিরুদ্ধে উঠেছিল ঋনের অভিযোগ। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় মা বোন সহ শিল্পা শেট্টিকে হাজিরার নির্দেশ দিল আন্ধেরির আদালত।  ফের আইনি সমস্যায় জড়ালেন শিল্পা শেট্টি। আর্থিক প্রতারণার দায়ে শিল্পা শেট্টি  ও তার বোন শমিতা শেট্টি, এবং মা-কে তলব করেছিল আন্ধেরি  আদালত। সূত্র থেকে জানা গেছে, সময়মতো ,লোন পরিশোধ করতে পারেনি শিল্পার পরিবার। সূত্রের খবর, অভিযোগকারী এমন কোনও নথি দেখাতে পারেননি, যা থেকে প্রমাণ করা যায় যে শিল্পা ও শমিতা এই কোম্পানীর অংশীদার। সেই কারণেই এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে। পরের শুনানিটি হবে ২৫ মার্চ।

Latest Videos

 

 

একজন গাড়ি ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই তাদের তিনজনকে হাজিরার নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের আন্ধেরির আদালত। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, পারহাদ ফিরোজ নামের এক গাড়ি ব্যবসায়ী মুম্বইয়ের জুহু থানায় অভিনেত্রী শিল্পা, শমিতা ও তাদের মা সুনন্দা শেট্টির নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানিয়েছেন, ২০১৫ সালে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ২১ লক্ষ টাকা ঋণ নেন। এবং সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৭ সালের মধ্যে এই ঋণ তিনি শোধ করবেন। বর্তমানে শিল্পার (Shilpa Shetty বাবা বেঁচে না থাকলেও সেই প্রতিষ্ঠানের অংশীদার শিল্পা শেট্টি ও তার মা ও বোন। তবে শিল্পা , শমিতা ও তার মা নাকি সেই টাকা দিতে অস্বীকার করেছেন বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। পারহাদের অভিযোগের ভিত্তিতেই  শিল্পা ও তার মা ও বোনকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট শিল্পা ও তার পরিবার।

 

আরও পড়ুন-বুকের খাঁজে জ্বলছে আগুন, চিনতে পারছেন আলিয়া ভাটকে, সাহসী ছবিতে মুহূর্তে ঝড় নেটপাড়ায়

আরও পড়ুন-গোপন প্রেম নাকি শারীরিক সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে আক্ষেপের সুর আমিরের গলায়

আরও পড়ুন-বিকিনি পরে উদ্দাম নাচে মত্ত উরফি, বক্ষযুগল-উরুর খাঁজে ভিড়মি খেলেন নেটিজেনরা

 

গত বছরও পর্নকান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই যেন আরও বেশি করে চর্চায় রয়েছেন বলিউডের তারকা দম্পতি রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি (Shilpa Shetty।গত  বছর ১৯ জুলাই স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির শুটিংয়ের ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকেই  মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন শিল্পা শেট্টি। রাজের গ্রেফতারির পর থেকেই  নিজেকে মিডিয়া থেকে প্রায় গুটিয়ে নিয়েছিলেন শিল্পা শেট্টি।  পর্নকান্ডে গ্রেফতার হওয়ার পর প্রায় ২ মাস পর জামিন পেয়েছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছিলেন রাজ ও শিল্পা। ফের আবারও আইনি জটিলতায় জড়ালেন বলি নায়িকা। দিনকয়েক আগে কোটি কোটি টাকার সম্পত্তি, জুহুর ফ্ল্যাট, বাড়ি স্ত্রী শিল্পার নামে করে দিয়েছেন রাজ কুন্দ্রা। সংবাদমাধ্যম থেকে জানা গেছে প্রায় ৩৮ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি স্ত্রী শিল্পার নামে লিখে দিয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। নথিগুলি থেকে জানা গিয়েছে,  জুহুতে অবস্থিত ওশান ভিউ নামের বিল্ডিংয়ের মোট ৫ টি ফ্ল্যাট এবং পুরো বেসমেন্টটাই শিল্পার নামে হস্তান্তরিত করেছেন রাজ কুন্দ্রা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি