'শীঘ্রই সামনে আসবে সত্যি', যৌন নিগ্রহের অভিযোগ খারিজ নওয়াজের ভাইয়ের

Published : Jun 04, 2020, 01:07 PM IST
'শীঘ্রই সামনে আসবে সত্যি', যৌন নিগ্রহের অভিযোগ খারিজ নওয়াজের ভাইয়ের

সংক্ষিপ্ত

নওয়াজউদ্দিনের ভাই শামস নবাব সিদ্দিকির বিরুদ্ধে যৌন নিগ্রহের আবেদন করেছেন তার ভাইঝি। ভাইঝির করা অভিযোগ খারিজ করে দিয়েছেন নওয়াজের ভাই আর কিছুদিনের মধ্যেই সত্যিটা সকলের সামনে আসবে বলে জানিয়েছেন শামস এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই মুখ খুলেছেন নওয়াজের স্ত্রী আলিয়া

লকডাউনের মধ্যে বিবাহবিচ্ছেদের খবর হৈচৈ শুরু হয়েছে বি-টাউনে। দীর্ঘদিন ধরেই স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তি চলছিল বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। তিক্ততা এতটাই চরমে পৌঁছেছে যে কোনওমতেই এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে চানা না নওয়াজের স্ত্রী আলিয়া।দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে ভাঙন ধরতে চলেছে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ।  এরপর থেকেই বলি অভিনেতার ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি নওয়াজউদ্দিনের ভাই শামস নবাব সিদ্দিকির বিরুদ্ধে যৌন নিগ্রহের আবেদন করেছেন তার ভাইঝি।

আরও পড়ুন-আর্থিক সঙ্কটে পড়ে শ্রীদেবীর সম্পত্তি বিক্রি করেছিলেন বনি, গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রীর কাকা...

সূত্র থেকে জানা গেছে,নওয়াজের ভাইয়ের উপরও একাধিক অভিযোগ এনেছেন নওয়াজের স্ত্রী আলিয়া। ইতিমধ্যেই নওয়াজের পরিবারের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছেন তিনি। তাদের বিচ্ছেদের পিছনেও অনেকটা দায়ী রয়েছে শামস। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে  নওয়াজের ভাইঝি জানিয়েছেন, বয়য় তখন সবেমাত্র ৯ বছর। তার অভিযোগ, 'আমার উপর প্রচুর অত্যাচার করা হয়েছে।তখন ছোট ছিলাম বলে বুঝতাম না। ভাবতাম উনি আমার কাকা। কিন্তু বড় হয়ে বুঝতে পারি এটা অন্য ধরনের স্পর্শ ছিল।' দেখে নিন শামসের করা টুইটটি।

 

 

সম্প্রতি ভাইঝির করা অভিযোগ খারিজ করে দিয়েছেন নওয়াজের ভাই শামস নবাব সিদ্দিকি। তিনি এই অভিযোগকে অস্বীকার করেছেন, খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে। তিনি আরও জানিয়েছেন, 'তার টুইটকে ভুলপথে চালিত করে বিভিন্ন বয়ান দিয়ে দিল্লি পুলিশের কাছে একই মামলা দায়ের করে।  এবং এর পিছনে একটাই উদ্দেশ্য সংবাদমাধ্যমের ভুয়ো প্রচার এবং সেই প্রচারের পিছনে থাকা ব্যক্তি। আর কিছুদিনের মধ্যেই সত্যিটা সকলের সামনে আসবে।'

 

 

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই মুখ খুলেছেন নওয়াজের স্ত্রী আলিয়া । তিনি জানিয়েছেন, 'এটা তো সবে শুরু। সমর্থন করার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ। আরও অনেক কিছু প্রকাশ্যে আসবে। সবাই হতবাকও হবে। কারণ আমি একাই নই নীরবে সহ্য করব। সত্যিকে তারা কত টাকা দিয়ে কিনবে আর কাদেরকেই বা তারা ঘুষ দেবে, এখন সেটাই দেখার।'

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী