ঋষি প্রয়াণের ১১ মাসের মাথায় আবেগঘন নীতু, নিউইয়র্ক ট্রিপের স্মৃতিতে ভাসলেন ঋষিপত্নী

Published : Mar 26, 2021, 09:35 AM IST
ঋষি প্রয়াণের ১১ মাসের মাথায় আবেগঘন নীতু, নিউইয়র্ক ট্রিপের স্মৃতিতে ভাসলেন ঋষিপত্নী

সংক্ষিপ্ত

দেখতে দেখতে ১১ মাস পার  ঋষিকে হারিয়ে শোকে কাতর কাপুর পরিবার  প্রার্থনা সভায় আবেগঘন নীতু  সোশ্যাল মিডিয়ায় স্মৃতিতে ভাসলেন 

সর্বদা প্রাণ খোলা হাসি দিয়ে সকলের মন জয় করে নেওয়া যেন ঋষি কাপুরের বা হাতের খেল ছিল। কথায় কথায় কখন যে সময় যেত পেরিয়ে তা বোঝা দায়। একের পর এক তারকারা নিজেদের জায়গা ঠিক যেভাবে বলিউডে পাকা করে নিয়েছে, সেই তালিকায় সবার ওপরে থাকে ঋষি কাপুরের নাম, যাঁর উপস্থিতিতেই ভরে উঠল সেট। কাপুর পরিবারের এ যেন এক অন্য গল্প। যেখানে রোম্যান্সই ছিল মূল অধ্যায়। 

আরও পড়ুন- বিটাউনে কোভিডের থাবা, একের পর এক তারকার দেহে হানা, আক্রান্ত এবার মিলিন্দ সোমান

বলিউডের সেই হার্টথ্রোবকে যে এত তারাতারি চলে যেতে হবে তা কেই বা জানত। রণবীর কাপুরের কেরিয়ার যখন পিকে, জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন অভিনেতা, ঠিক সেই সময়ই হঠাৎই ঘটে ছন্দপতন। সকলকে ছেড়ে হঠাৎই চলে যায় ঋষি কাপুর। দেখতে দেখতে এক বছর হতে চলল। লকডাউনের মাঝেই তারকা প্রয়াণে ঝড় উঠেছিল ২০২০ সালে। ১১ মাস পার। 

 

 

১১ মাসের মাথায় প্রার্থনা ও আত্মার শান্তি কামনায় আবারও আবেগঘন হয়ে পড়লেন স্ত্রী নীতু কাপুর। ফিরে এলো স্মৃতির পাতায় হাজারও মজে থাকা গল্পেরা। নিউইয়র্কের কাটানো বেশ কিছুটা একান্ত সময়ের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন নীতু। সেখানেই আবারও দেখা গেল প্রাণ খোলা সেই হাসি মুখ। যা বলিউডে চির স্মরণীয় হয়ে থাকবে। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল