
করণ জোহার ইজ আ বুলি। এই লাইনটি এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে আসছে। যেখানে তাঁকে এবং তাঁর গ্যাংকে দায়ী করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করণ জোহার এবং তাঁর গ্যাং। এমনই দাবি জানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের মৃত্যুর পর করণ জোহার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, সুশান্তের মৃত্যুর জন্য তিনি নিজেকে দায়ী করছেন। কারণ সুশান্তের একাকিত্বের টের পেয়েছিলেন করণ জোহার। তবুও সাহায্য করার বিষয় গুরুত্ব দেননি তিনি।
আরও পড়ুনঃলকডাইনের পর প্রসেনজিতের নয়া চমক, মুক্তি পেল 'নিরন্তর'-এর পোস্টার
তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সেখানে হৃত্বিক রোশন মন্তব্য করেছিলেন, 'লাভলি করণ' লিখে। যা দেখার পর অভিনেতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সাইবারবাসী। হাজার খানেক রিপ্লাই এসেছে সেই কমেন্টে। তাঁকে প্রশ্ন করা হয়েছে, সুশান্তের মৃত্যু কি তাঁর কাছে 'লাভলি'। করণের পোস্টে এমন মন্তব্য করার কী আছে। আর করণকে বাহবা দেওয়ার পিছনেই বা কী কারণ রয়েছে। সেই নিয়ে তাঁকে এক প্রস্থ ট্রোলের শিকার হতে হল।
প্রসঙ্গত, করণ জোহার বুঝেছিলেন সুশান্ত একাকিত্বে ভুগছেন। তবে কী যেন এক কারণে তিনি আর পাশে দাঁড়াননি তাঁর। আর জিজ্ঞেসও করেননি কেমন আছেন তিনি। শারীরিকভাবে নয়, মানসিকভাবে। এমনটা অবশ্য কেউই জিজ্ঞেস করেনা। সকলেই আগে শরীর কেমন আছে, সেটাই বলে। করণ নিজের পোস্টে বারে বারে ক্ষমা চাইলেন। সুশান্তের এই অবস্থার জন্য নিজেকেও খানিক দায়ী করলেন। আর কখনও এমন ভুল করবেন না বলেও কথা দিলেন তিনি। আর কখনও কারও একাকিত্বের টের পেলে এড়িয়ে যাবেন না পরিচালক। সুশান্তের মৃত্যু তাঁর টনক নাড়িয়ে দিয়েছে। মানসিক অবসাদ মানুষকে যে এভাবে গ্রাস করতে পারে তা বোঝেননি করণ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।