
বলিউডের অন্যতম সফল অভিনেতা অজয় দেবগন। তাঁর চোখের চাউনিতে ঘায়েল বহু মানুষ। প্রতিবারই নতুন নতুন লুকে হাজির বলিউডের এই টল, ডার্ক এবং হ্যান্ডসাম অভিনেতা। এইবারও একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন আজয়। অজয়ের সেই ছবি নেটদুনিয়ায় দ্রুত ভাইরাল হয়।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হতেই চমকে উঠল নেটমহল, এটা কোন সেলেবের ছবি
সম্প্রতি অজয় তাঁর চুল এবং দাড়ির লুক সম্পূর্ণ পরিবর্তন করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অজয়ের হেয়ারস্টাইলিস্ট। শেয়ার করার সঙ্গে সঙ্গেই অজয়ের সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। প্রায় তিন দশক ধরে বলিউডে রাজ করছেন অজয় দেবগণ। সদ্য ১০০ তম ছবির মুক্তিও ঘটেছিল তাঁর। নানা লুকে নানা চরিত্রে তাঁকে ভক্তরা পেয়েছেন বারংবার।
তবে কোথাও গিয়ে যেন এই লুক ভক্তরা মেনে নিতে নারাজ। তবে কি বয়স হয়ে যাচ্ছে অজয়ের। পাক ধরেছে দাড়িতে! না, বিষয়টা ঠিক তেমনটা নয়। নিজের লুক পাল্টে খানিক চমক দিলেন তিনি ভক্তদের। আর সেই লুকেই এখন বুঁদ নেট দুনিয়া। কোনও নতুন ছবির লুক, নাকি অন্য কোনও কারণে এই অবতারে সিংঘম, তা এখনও স্পষ্ট নয়, তবে ছবি যে সাড়া ফেলেছে নেটপাড়ায়, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।