প্রকাশ্যেই নিকের ঠোঁটে সপাট চুমু, ভিডিও অ্যালবাম মুক্তির আসরে ঝটিকা সফরে ভাইরাল প্রিয়ঙ্কা

  • নিক জোনাস-প্রিয়ঙ্কা চোপড়া কেমিস্ট্রি
  • মিউজিক ভিডিও মুক্তিতে রোম্যান্স 
  • ঝড়ের বেগে ভাইরাল চুমুর দৃশ্য 
  • দেখুন সেই ভাইরাল ভিডিও 

নিক প্রিয়ঙ্কার লাভ স্টোরি যে এতটা মধুর হবে, তা হয়তো শুরুতে অনেকেই আশা করেননি। কারণ এই সম্পর্কের পর অনেকেরই ধারনা ছিল এটা একটা ভুল সিদ্ধান্ত। এরপর একে একে ভাইরাল হয়ে ওঠে নানা খবর। কখনও সামনে আসে প্রিয়ঙ্কা তাঁর শ্বশুড়বাড়িতে মানিয়ে নিতে পারছেন না। কখনও আবার সামনে আসে, প্রিয়ঙ্কা মোটেও এই সম্পর্কে মনোযোগি নন। একসময় এই নিয়ে নিজেই মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। জানিয়েছিলেন, তিনি কেমন আছেন তা সময় বলে দেবে। 

আরও পড়ুন- তবে কি রোশনকে ঠকালেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে কিসের ইঙ্গিত দিলেন রোশান

Latest Videos

এ তো গেল প্রিয়ঙ্কার দিক, উল্টো দিকে নিকের মনের ভেতর রয়েছে কী এমন গোপন রহস্য! তা এবার খোলসা হল। সামনে এলো নিকের নতুন মিউজিক অ্যালবাম। নাম, স্পেসম্যান। এই অ্যালবামটা তিনি উৎসর্গ করেছেন তাঁর স্ত্রীকে। প্রিয়ঙ্কাকে ভালো বেসেই লেখা এই মিউজিক অ্যালবামের প্রতিটা কথা। তাঁকে মনে করেই সাজিয়ে তুলেছেন প্রিয়ঙ্কা। তা খোলসা করলেন পিগিচপস। তারই প্রমোশন লাইভে হাজির নিক। 

 

 

সেখানেই কথার মাঝে হঠাৎই প্রিয়ঙ্কার ঝটিকা সফর। ফ্রেমেরর মধ্যে ঢুকে কথা থামিয়ে ঠোঁটে বসিয়ে দিলেন চুমু। খানিক চুম থেকে নিক জানালেন, প্রিয়ঙ্কাই তাঁর এই মিউজিক ভিডিওর অনুপ্রেরণা, শুধু ভিডিও কেন, গোটা লাইফের অনুপ্রেরণাই হল প্রিয়ঙ্কা। এই ভিডিও মুহূর্তে নজর কাড়ল ভক্ত মহলের। ঝড়ের বেগে তা হয়ে উঠল ভাইরাল। 

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today