- Home
- Entertainment
- Bollywood
- তবে কি রোশনকে ঠকালেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে কিসের ইঙ্গিত দিলেন রোশান
তবে কি রোশনকে ঠকালেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে কিসের ইঙ্গিত দিলেন রোশান
বেশ কয়েকমাস ধরেই খবরের শিরোনামে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও কারণ হয়ে দাঁড়াচ্ছে পার্টি পলিটিক্স, কখনও কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। পুজোর সময়ই প্রকাশ্যে আসে শ্রাবন্তী ও রোশানের মাঝে বাড়ছে বিবাদ। দূরত্ব নিয়ে মুখ খুলেছিলেন রোশান। জানিয়েছিলেন, তাঁরা আলাদাই থাকছেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশান সিং-এর মধ্যে বিয়ের কয়েকমাসের মধ্যেই শুরু ভাঙনের গুঞ্জণ। বেশ ভালোই চলছিল সম্পর্ক।
একের পর এক ছবি পোস্ট করা থেকে শুরু করে কপিল গোল-এ নজর কাড়ছিলেন এই জুটি। টলিউডে কাজও শুরু করছিলেন শ্রাবন্তী।
কিন্তু বছর ঘুরতেই ঘটে ছন্দপতন। প্রথম বছরের দশমীর ছবি ফ্রেমবন্দি হয় না দ্বিতীয় বছরে।
তারপরই শুরু গুঞ্জণ। আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী ও রোশন। নিজের মত করে জীবনটাকে সাজিয়ে তোলে শ্রাবন্তী।
খোলেন নিজের জিনম সেন্টার। পাশাপাশি ছবির কাজ তো রয়ছেই। এবার সঙ্গে যোগ হল রাজনৈতিক কেরিয়ার।
রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে বেছেনিলেন তিনি। পাশাপাশি রিয়ালিটি শো থেকে বিজ্ঞাপন, শবরের শিরোনামে সদাই হাজির তিনি।
তবে ভক্তমহল ভোলেনি রোশানের কথা। তাই মাঝে মধ্যেই রোশানের প্রফাইলে উঁকি দিয়ে থাকেন।
কখনও মদ্যপান, কখনও ধূমপান ঘিরে ভাইরাল তিনি। কখনও আবার তিনিই ফিটনেস ফাণ্ডার মহাগুরু।
সম্প্রতি এক পোস্ট মুহূর্তে ভাইরাল হল রোশনের। যেখানে তিনি লিখলেন- মুখে হাসি তখনও যখন তুমি জানো তোমার আশপাশটা ঘিরে রয়েছে প্রতারকেরা।
পাশাপাশি তিনি এও বলেন, যখন তোমার ভরসা উঠে যায় মানবিকতা থেকে। তবে কি এই খোঁচা দিলেন তিনি শ্রাবন্তীকেই।
স্পষ্ট করে কিছু উল্লেখ না করলেও, ভক্তমহল ঠিক তেমনটাই অনুমান করে নিয়েছেন, রোশানের প্রোফাইল দেখে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।