'লতা মঙ্গেশকরের কণ্ঠের মধ্যে দিয়ে মেলে সরস্বতীর আশীর্বাদ', দেশের তরফ থেকে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

আজ লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। পরমাত্মায় বিলীন হয়ে গিয়েছেন। কালই বসন্তী পর্ব ছিল, মা সারদার পুজো করেছিলাম। যাঁর কণ্ঠের মাধ্যমে ছোট থেকে বড় সকলেই মা সরস্বতীর আশীর্বাদ পেত, আজ তিনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 

লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Passed) প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী (PM Narendra Modi) খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন, এদিন বেলা ১.৩০ নাগাদ তিনি লাইভে এসে শোকজ্ঞাপন করেন, সকলের উদ্দেশ্যে জানান- 'এক বড় দুঃখের খবর সামনে আসে, আজ লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। পরমাত্মায় বিলীন হয়ে গিয়েছেন। কালই বসন্তী পর্ব ছিল, মা সারদার পুজো করেছিলাম। যাঁর কণ্ঠের মাধ্যমে ছোট থেকে বড় সকলেই মা সরস্বতীর আশির্বাদ পেত, আজ তিনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তাঁর ব্যক্তিত্বের বিস্তার কেবল জ্ঞানের পরিধির মধ্যে সীমিত ছিল না। আমারই মত অনেকেই আছেন যাঁরা বলবেন লতা মঙ্গেশকরের মঙ্গে তাঁদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জীবনের প্রতিটা ক্ষেত্রের মানুষ আজ সকলেই দুঃখিত, আজ গোটা দেশ দুঃখিত, লতা মঙ্গেশকরের মত মানুষের দেখা খুব কম পাওয়া যায়, ভারতের যিনি পরিচিতি তৈরি করেছেন, ভারতের সঙ্গীতকে যিনি সুর দিয়েছেন, তাতে গোটা দুনিয়ার ভারতের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গী তৈরি হয়। আপনি যেখানেই যান না কেন, লতা মঙ্গেশকরের শুভাকাঙ্খি এই পৃথিবীতে প্রতিটি কোণায় আছে, প্রতিটা প্রজন্মে রয়েছে। তিনি শারীরিকভাবে বিদায় নিলেও ভালোবাসা ও স্নেহের রূপে সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে।'

রবিবার সকালেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । বিচ ক্যান্ডি হাসপাতালে (Beach Candy Hospital) ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর দীর্ঘ ২৮ দিন। করোনার সঙ্গে লড়াই করে জয় লাভ করেছিলেন তিনি, তবে বার্ধক্য জণিত কারণে শরীরের শক্তি ক্ষয় হয়, শেষে কঠিন লড়াই করে মাল্টি ওর্গান ফেলিয়রের কারণে প্রয়াত হন ভারতের সুর-সম্রাজ্ঞী। এদিন খবর সামনে আসা মাত্রই বিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে বাড়ানো হয় নিরাপত্তা, গ্রীন করিডোর করেই তাঁর পার্থিব দেহ নিয়ে যাওয়া হল লতা মঙ্গেশকরকে প্রভূকুঞ্জ অর্থাৎ লতা মঙ্গেশকরের বাড়িতে।  

Latest Videos

আরও পড়ুন- রবিবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ, প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, শোকের ছায়া দেশ জুড়ে

আরও পড়ুন- 'এই শোক ভাষায় প্রকাশ করতে পারছি না', লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন- 'সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল ছিলেন', লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকাহত মমতা

২৭ দিনের মাথায় আবারও অবস্থা খারাপের পথে ছিল লতা মঙ্গেশকরের। খবর সামনে আসতেই শিল্পী মহল থেকে শুরু ,করে গোটা বিশ্বের ভক্তমহল চোখের জলে ভাসছে। সাত সকালের  এই সংবাদ যেন স্তব্ধ করে দিল গোটা দেশ, চলে গেলেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর। শিবাজি গ্রাউন্ডেই চলছে শেষকৃত্যের প্রস্তুতি, সেখানেই শেষ দর্শণের সুযোগ করে দেওয়া ব্যবস্থাও করছে প্রশাসন। চোখের জলে ভাসছে আট থেকে আশি।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam