কঙ্গনার বিরুদ্ধে নয়া তোপ, মন্তব্যের জেরে FIR দায়ের করা হল মুম্বই পুলিশের কাছে

Published : Sep 10, 2020, 01:57 PM ISTUpdated : Sep 10, 2020, 05:58 PM IST
কঙ্গনার বিরুদ্ধে নয়া তোপ, মন্তব্যের জেরে  FIR দায়ের করা হল মুম্বই পুলিশের কাছে

সংক্ষিপ্ত

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে নয়া চাল এবার এফআইআর দায়ের করা হল কঙ্গনার নামে অফিস ভাঙার পর এবার পুলিশের কাছে অভিযোগ মুম্বই মন্তব্য ঘিরে বিবাদ তুঙ্গে

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে নয়া তোপ। অফিস ভাঙার পর বাড়ি নিয়ে তোলা হয়েছিল প্রশ্ন। এর ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মুম্বই মন্তব্য নিয়েই জল্পনা তুঙ্গে। মুম্বইকে পাকিস্তান বলার সাজা, এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেট দুনিয়ায় সরব হয়েছিলেন কঙ্গনা। 

 

 

কেবল সুশান্তকে নিয়েই নয়, বলিউড মাফিয়া থেকে শুরু করে স্বজন পোষণ, ড্রাগ পার্টি একে একে সব নিয়ে খোলসা করছিলেন কঙ্গনা। এমনই সময় শুরু বিবাদ। কঙ্গনার বিরুদ্ধে একের পর এক তোপ। মহারাষ্ট্রের সরকারের সঙ্গে কঙ্গনার বিরোধ এবার এক কথায় সামনা সামনি। মুম্বই পাক অধিকৃত কাশ্মীর, এমনটাই মত ছিল কঙ্গনার। এবার কঙ্গনার সেই মতামতকেই আরও একবার ৯ সেপ্টেম্বর তুলে ধরেন কঙ্গনা। 

 

 

অফিস ভাঙার ছবি শেয়ার করে জানান, কেন তাঁর কাছে মুম্বই পাকিস্তান। এবার পাকিস্তান বলার কারণে. মুম্বইকে অবমাননা করার কারণে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কঙ্গনার হয়ে সুর চরিয়েছেন সাধারণ মানুষ।

 

 

মহারাষ্ট্রে সরকারের ওপর এক কথায় ফুঁসছে গোটা দেশ। এরই মাঝে বড় খবর, সকাল থেকে মোট দুই এফআইআর দায়ের করা হয়ে গিয়েছে কঙ্গনার বিরুদ্ধে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ফ্যানের কটাক্ষের কড়া জবাব দিলেন বরুণ ধাওয়ান, 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' নিয়ে কী বললেন অভিনেতা?
নেটফ্লিক্সে প্রশংসিত হল ইয়ামির 'হক', জেনে নিন কীসের গল্প আছে এই ছবিতে, জেনে নিন