Christmas Celebration: প্রকাশ্যে সপাট চুমু, নিক-প্রিয়ঙ্কার বড়দিনের শুভেচ্ছায় নেট দুনিয়ায় ঝড়

বিবাহ বার্ষিকীতেই একসঙ্গে ছবি শেয়ার করেন তাঁরা, আর এবার ক্রিসমাসেও একই সঙ্গে চুম্বনের ছবি শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রিয়ঙ্কা-নিক। 

বিবাহ বার্ষিকী থেকে শুরু করে বড়দিনের সেলিব্রেশন, ট্রোলারদের মুখে সপাট জবাব দিতে একের পর এক ছবি পোস্ট করছেন নিক ও প্রিয়ঙ্কা (Priyanka Chopra) নেট দুনিয়ায়। একাধিকবার এই সেলেবের ব্রেকআপের খবর বনেট দুনিয়ায় হয়ে উঠেছে ভাইরাল, আর ঠিক ততবারই তাঁরা প্রমাণ করেছেন যে তাঁদের সম্পর্কের বুনিয়াদ ততটাও ঠুনকো নয়। কয়েকদিন আগেই এই সেলেবকে নিয়ে ওঠে সম্পর্ক বিচ্ছেদের জল্পনা। ইনস্টাগ্রামে (Instagram) আর দেখা যাচ্ছিল না স্বামীর জোনাস (Jonas) পদবী। রাতারাতি তা বদলে হয়েছিল শুধুই  প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। হঠাৎ কি হলো। তাহলে কি ডিভোর্সের (Divorce) দিকে এগোচ্ছে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সম্পর্ক।মুহুর্তে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামের দিকে তাকালে তো তেমনই মনে হয়েছিল নেটপাাড়ার। প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের বদলে এখন প্রিয়াঙ্কা নামেই দেখা যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দেশি গার্ল তবে কি নিক জোনাসের থেকে আলাদা হতে চলেছেন। 

এমন হাজার প্রশ্ন ঘুরছে প্রিয়াঙ্কার ভক্তদের মাথায়। প্রিয়ঙ্কার বিবাহিত জীবন ঠিক কেমন, তা নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের অভাব নেই। কখনও মিলছে বিচ্ছেদের গন্ধ, কখনও আবার সামনে উঠে আসছে প্রিয়ঙ্কাকে ঘিরে নিকের বাড়ির অশান্তির খবর। তবে সব কিছু ছাপিয়ে এই খবর এখন বলিইড থেকে হলিউডের অলিতে গলিতে। 

Latest Videos

 

 

বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। যা দেখার জন্যই মুখিয়ে থাকেন ভক্তরা। সালটা ২০১৬, মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই প্রথম সাক্ষাৎ। তারপরেই চলতে থাকে কথোপকথন। তারপরের বছরই অস্কার পরবর্তী একটি পার্টিতে দুজনের প্রথম সাক্ষাৎ। সেখানেই হলভর্তি লোকের সামনে হাঁটু মুড়ে বসে দেশি গার্লকে নিজের মনের কথা জানায় নিক।

আরও পড়ুন-Kat bridal looks-অনস্ক্রিন বধূ থেকে অফস্ক্রিন বধূ ক্যাটরিনা,একঝলকে দেখুন অনস্ক্রিনের ভিন্নস্বাদের বধূ চরিত্র

আরও পড়ুন-Katrina-Vicky Wedding: নিউমেরোলজিস্টদের মতে কেমন হতে চলেছে বিয়ে এবং সম্পর্কের ভবিষ্যৎ

সেই স্বপ্ন কি তাহলে শেষের পথে। না, বিবাহ বার্ষিকীতেই একসঙ্গে ছবি শেয়ার করেন তাঁরা, আর এবার ক্রিসমাসেও একই সঙ্গে চুম্বণের ছবি শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন তিনি। ঝড়ের গতীতে এই ছবি নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল। বর্তমানে ম্যাট্রিক্স নিয়ে বেজায় ব্যস্ত পিগি চপস, সেখানেও তাঁর সঙ্গে দেখা যায়নি নিককে, তা নিয়েও কটাক্ষ করতে পিচু পা হয়নি নেট দুনিয়া। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury