
শনিবারই ৩৮ শে পা দিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এদিন দিনভর তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠেছিল শুভেচ্ছা বার্তায়। ২০১৯-এ এক তাক লাগানো পার্টি দিয়ে নিক মন জয় করেছিলেন প্রিয়ঙ্কার। কিন্তু এবছর সেলিব্রেশন হল ঘরোয়াই। তবে সেলিব্রেশনের দিন নেহাতই কম নয়। জন্মদিনের ঘোর কাটতে না কাটতেই প্রিয়ঙ্কার জীবনে হাজির এক বিশেষ দিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজেই জানালেন সেই কথা।
২০ জুলাই প্রিয়ঙ্কার কাছে কেন বিশেষ দিন তা খোলসা করলেন পিগি চপস। এই দিনই তিনি প্রথম নিকের থেকে পেয়েছিলেন বিয়ের প্রস্তাব। কোনও মেয়ের জীবনেই এই দিনটি ভোলার নয়। তাই প্রিয়ঙ্কা সেই বিশেষ দিনের দুই বছরের পূর্তীতে সোশ্যাল মিডিয়ায় নিকের সঙ্গে ছবি দিয়ে সকলের নজর কাড়লেন। ছবিতে প্রিয়ঙ্কা ও নিজের একটি সেলফি তোলার সময় ঘনিষ্ট মুহূর্ত ফ্রেমবন্দী হয়।
প্রিয়ঙ্কা চোপড়া বরাবরই নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন। তাঁদের বয়সের পার্থক্য থাকলেও তাঁদেরসম্পর্কের সমীকরণ যে কতটা মজবুত তা আর বলার অপেক্ষা রাখে না। জনসমক্ষেই হোক বা সোশ্যাল মিডিয়ার পাতায়, একে অন্যকে চোখে হারায় এই জুটি। তবে বলিউড এখন পরতে পরতে প্রিয়ঙ্কার অভাব অনুভব করে, যদিও শেষ প্রিয়ঙ্কা ও ফারহান আখতারের ছবি মুক্তিতে দর্শক মহলে সেভাবে প্রভাব ফেলেনি বলেই বোঝায় বক্স অফিসের অঙ্ক।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।