Pushpa 50 Days Box Office Collection: বক্স অফিসকে ছন্দে ফিরিয়ে পুষ্পা ঝড় অব্যহত, কত কোটির ব্যবসা

Published : Feb 04, 2022, 04:40 PM ISTUpdated : Feb 04, 2022, 05:21 PM IST
Pushpa 50 Days Box Office Collection: বক্স অফিসকে ছন্দে ফিরিয়ে পুষ্পা ঝড় অব্যহত, কত কোটির ব্যবসা

সংক্ষিপ্ত

আলু অর্জুনের এই লুক প্রথমটায় মেনে নিতেই বেশ বেগ পেতে হয় ভক্তদের। পুস্পারাজেই এখন বুঁদ আট থেকে আশি। ৫০ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজ করছে পুষ্পা। বক্স অফিসেও সেই ছবি বর্তমান।

নতুন বছরে প্রথম হিট (Box Office Hit), বক্স অফিসে করোনার তৃতীয় (COVID 19) ঢেউকে এক কথায় বুড়ো আঙল দেখিয়ে যেভাবে পুষ্পার (Movie Pushpa)  দাপট ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ভক্ত মনে যেভাবে জয়গা করে নিচ্ছে, তা হল এক কথায় অনবদ্য। দক্ষিণী ছবি (South Movie) মানেই তা থেকে একাধিক বিষয় অতিরিক্ত পাওয়ার স্বপ্ন দেখে থাকে ভক্তমহল (Allu Arjun Fans) ।গানে গানে হিট হয়ে ওঠা ছবির তালিকাতে বলিউডের (Bollywood Movie) একাধিক ছবি সেরার সেরা তকমা নিয়ে থাকে, তবে এবার পুষ্পা (Pushpa Movie) নিজেকে সব দিক থেকেই হিট প্রমাণ করল। পর্দায় প্রিয় দক্ষিণী স্টার আলু অর্জুন, পাশাপাশি গল্পের দাপট, সিনেমাটোগ্রাফির অনবদ্য উপস্থাপনা, আর সঙ্গে পার্ফেক্ট সেডে ধরা দিয়েছে এই ছবির প্রতিটা ধাপ। 

এক কথায় বলতে গেলে আলু অর্জুনের এই লুক প্রথমটায় মেনে নিতেই বেশ বেগ পেতে হয় ভক্তদের। পুস্পারাজেই এখন বুঁদ আট থেকে আশি। ৫০ দিন ধরে টানা প্রেক্ষাগৃহে রাজ করছে পুষ্পা। বক্স অফিসেও সেই ছবি বর্তমান। মোটের ওপর কত কোটির ব্যবসা করল এখনও পর্যন্ত এই ছবি। ৩৬৫ কোটি টাকা ঘরে তুলেছে এখনও পর্যন্ত পুষ্পা। সনেমা সমালোচকদের মত, করোনার কোপ না থাকলে এই আয় হয়ে যেত এত দিনে প্রায় ৫০০ কোটি। ২০২১-এর বক্স অফিসে একশো কোটির ক্লাবে জায়গা করা অন্যতম দক্ষিণী ছবি। প্রথম সপ্তাহেই এই ছবি নিজেকে ব্লকবাস্টার প্রমাণ করেছে। ছবির নির্মাতা সংস্থা থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, যে ৫০ দিন ধরে সর্বভারতীয় স্তরে এই ছবি রাজত্ব করেছে। বিশ্বজুড়ে এটি মোটের ওপর আয় করেছে ৩৬৫ কোটি টাকা। 

 

আরও পড়ুন-Movie Baba Babu O:'বাবা হওয়ার ফায়দাটা পুরো তুলেছি', 'বাবা বেবি ও' নিয়ে একান্ত সাক্ষাৎকারে যিশু

আরও পড়ুন-একদিকে অজয় দেবগণের প্রথম লুক অন্যদিকে ছবির নতুন পোস্টার, ফের খবরে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

আরও পড়ুন- FARHAN SHIBANI WEDDING: ৪ বছরের প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন ফারহান, প্রস্তুতি নিয়ে নেই কোনও রাখ-ঢাক

গত দুবছর ধরে সিনে জগতের যা পরিস্থতিত, তাতে হাউসফুল, বক্স অফিসে (Box Office Collection) একশো কোটি এই শব্দগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। বর্তমানে করোনার কোপ থেকে মুক্তি পেয়ে খানিক স্বস্তিতে সিনে জগত। ঝড়ের বেগে শুরু হয়ে গিয়েছে কাজ। তাই একের পর এক ছবি এখন পাইপলাইনে। ব্যবসায় এই খতি মেনে নিতে নারাজ নির্মাতারা, কিন্তু সব কিছুকে উপেক্ষা করেই বড় ঝুঁকি নিয়ে এই ছবি মুক্তি পেয়েছিল। অবশেষে সব বাধা পেরিয়ে নিজেকে প্রমাণ করল পুষ্পা। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে