১১ বছর পর ফের বড়পর্দায় আর মাধবন, 'মেরে দিল গায়ে জা'-এর তালে ফের নেচে উঠল বলিউড

Published : Sep 06, 2022, 12:58 AM IST
১১ বছর পর ফের বড়পর্দায় আর মাধবন, 'মেরে দিল গায়ে জা'-এর তালে ফের নেচে উঠল বলিউড

সংক্ষিপ্ত

সম্প্রতি আসন্ন বলিউড থ্রিলার ধোখা- রাউন্ড ডি কর্নারের নতুন গান, 'মেরে দিল গায়ে জা'- এ আর মাধবনকে দেখা গিয়েছে। খুশালি কুমার, অপশক্তি খুরানা এবং দর্শন কুমারকে দেখা গিয়েছে এই গানে। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল ১১ বছর পরেও একই সাবলিল ও বলিষ্ঠ ভঙ্গিতে ঈই গানে দেখা গেল মাধবনকে।

১১ বছর পর ফের বড়পর্দায় আর মাধবন। ধোকা রাউন্ড ডি কর্ণারের হাত ধরে আরও একবার বিনোদন জগতে নতুন চমক নিয়ে এলেন মাধবন।  
সম্প্রতি আসন্ন বলিউড থ্রিলার ধোখা- রাউন্ড ডি কর্নারের নতুন গান, 'মেরে দিল গায়ে জা'- এ আর মাধবনকে দেখা গিয়েছে। খুশালি কুমার, অপশক্তি খুরানা এবং দর্শন কুমারকে দেখা গিয়েছে এই গানে। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল ১১ বছর পরেও একই সাবলিল ও বলিষ্ঠ ভঙ্গিতে ঈই গানে দেখা গেল মাধবনকে। 


এর আগে ২০১৫ সালে 'তনু ওয়েডস মনু রিটার্নস'-এ দেখা গিয়েছিল আর মাধবনকে। যদি গানে তাঁর শেষ ভালো পারফর্মেন্স ছিল ২০১১ সালে 'তনু ওয়েডস মনু'র 'সাডি গলি' গানটিতে। তবু এই নতুন  'মেরে দিল গায়ে জা' গানে যেন একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে অভিনেতাকে। তাঁর নতুন লুকে কুপোকাত ফ্যানেরা। 
‘মেরে দিল গায়ে জা’ কিংবদন্তি গান Zooby Zooby-এর রিমেক এবং প্রাণবন্ত ট্র্যাক ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।  কিংবদন্তি বাপ্পী লাহিড়ীর আইকনিক সুর এবং একটি রেট্রো ভাইবের ভিজ্যুয়ালের জন্য গানটিকে বছরের ডিস্কো অ্যান্থেম হিসাবে চিহ্নিত করা হয়েছে।
গানটি সম্পর্কে বলতে গিয়ে আর মাধবন বলেন, “আমি এমন একটি গানে কাজ করেছি যা আপনাকে নাচাতে চাইবে। 'মেরে দিল গায়ে জা' শ্যুট করা অত্যন্ত মজার ছিল এবং একটি আইকনিক গান পুনরায় তৈরি করা একটি বড় আনন্দ এবং সম্মান। আমি নিজে খুব একটা নৃত্যশিল্পী নই তবে এই গানটি অবশ্যই আপনাকে এর ক্লাসিক রেট্রো ভাইব দিয়ে মাতিয়ে তুলবে।"

 

PREV
click me!

Recommended Stories

কেন মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র, প্রকাশ্যে এল অজানা তথ্য
আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর