১১ বছর পর ফের বড়পর্দায় আর মাধবন, 'মেরে দিল গায়ে জা'-এর তালে ফের নেচে উঠল বলিউড

সম্প্রতি আসন্ন বলিউড থ্রিলার ধোখা- রাউন্ড ডি কর্নারের নতুন গান, 'মেরে দিল গায়ে জা'- এ আর মাধবনকে দেখা গিয়েছে। খুশালি কুমার, অপশক্তি খুরানা এবং দর্শন কুমারকে দেখা গিয়েছে এই গানে। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল ১১ বছর পরেও একই সাবলিল ও বলিষ্ঠ ভঙ্গিতে ঈই গানে দেখা গেল মাধবনকে।

১১ বছর পর ফের বড়পর্দায় আর মাধবন। ধোকা রাউন্ড ডি কর্ণারের হাত ধরে আরও একবার বিনোদন জগতে নতুন চমক নিয়ে এলেন মাধবন।  
সম্প্রতি আসন্ন বলিউড থ্রিলার ধোখা- রাউন্ড ডি কর্নারের নতুন গান, 'মেরে দিল গায়ে জা'- এ আর মাধবনকে দেখা গিয়েছে। খুশালি কুমার, অপশক্তি খুরানা এবং দর্শন কুমারকে দেখা গিয়েছে এই গানে। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল ১১ বছর পরেও একই সাবলিল ও বলিষ্ঠ ভঙ্গিতে ঈই গানে দেখা গেল মাধবনকে। 


এর আগে ২০১৫ সালে 'তনু ওয়েডস মনু রিটার্নস'-এ দেখা গিয়েছিল আর মাধবনকে। যদি গানে তাঁর শেষ ভালো পারফর্মেন্স ছিল ২০১১ সালে 'তনু ওয়েডস মনু'র 'সাডি গলি' গানটিতে। তবু এই নতুন  'মেরে দিল গায়ে জা' গানে যেন একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে অভিনেতাকে। তাঁর নতুন লুকে কুপোকাত ফ্যানেরা। 
‘মেরে দিল গায়ে জা’ কিংবদন্তি গান Zooby Zooby-এর রিমেক এবং প্রাণবন্ত ট্র্যাক ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।  কিংবদন্তি বাপ্পী লাহিড়ীর আইকনিক সুর এবং একটি রেট্রো ভাইবের ভিজ্যুয়ালের জন্য গানটিকে বছরের ডিস্কো অ্যান্থেম হিসাবে চিহ্নিত করা হয়েছে।
গানটি সম্পর্কে বলতে গিয়ে আর মাধবন বলেন, “আমি এমন একটি গানে কাজ করেছি যা আপনাকে নাচাতে চাইবে। 'মেরে দিল গায়ে জা' শ্যুট করা অত্যন্ত মজার ছিল এবং একটি আইকনিক গান পুনরায় তৈরি করা একটি বড় আনন্দ এবং সম্মান। আমি নিজে খুব একটা নৃত্যশিল্পী নই তবে এই গানটি অবশ্যই আপনাকে এর ক্লাসিক রেট্রো ভাইব দিয়ে মাতিয়ে তুলবে।"

Latest Videos

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী