অবশেষে প্রতিক্ষার অবসান, মুক্তিপেল 'বিক্রম ভেধা'-এর টিজার, জানুন ট্রেলার লঞ্চের দিনক্ষণ

Published : Sep 04, 2022, 04:40 PM IST
অবশেষে প্রতিক্ষার অবসান, মুক্তিপেল 'বিক্রম ভেধা'-এর টিজার, জানুন ট্রেলার লঞ্চের দিনক্ষণ

সংক্ষিপ্ত

 ৪ সেপ্টেম্বর রবিবার দর্শকদের সামনে এল এই সিনেমার টিজার। এই ছবির প্রথম ঝলকই মন জয় করেছে দর্শকদের। নতুন একটি পোস্টারও সামনে এল এইদিন। এই ছবির পরবর্তী ঝলকের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। জানা যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর এই ছবির ট্রেলার লঞ্চ করতে পারে।   

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল 'বিক্রম ভেধা-এর টিজার। বহু প্রতীক্ষিত এই থ্রিলার নিয়ে দর্শকদের আগ্রহকে আরও কয়েকগুন বাড়িয়ে দিল এই সিনেমার নতুন পোস্টার। হৃত্বিক রোশন ও সইফ আলি খান অভিনীত এই সিনেমার টিজার ইতিমধ্যে মন জয় করেছে দর্শকদের। খুব শীঘ্রই এই সিনেমার ট্রেলারও মুক্তি পেতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে। 
৪ সেপ্টেম্বর রবিবার দর্শকদের সামনে এল এই সিনেমার টিজার। এই ছবির প্রথম ঝলকই মন জয় করেছে দর্শকদের। নতুন একটি পোস্টারও সামনে এল এইদিন। এই ছবির পরবর্তী ঝলকের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। জানা যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর এই ছবির ট্রেলার লঞ্চ করতে পারে। 
আগামী শুক্রবার গুলশন কুমার, টি-সিরিজ ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ফিল্মওয়ার্কস ও জিও স্টুডিও এবং YNOT স্টুডিও প্রোদাকশনের সহযোগীতায় এই ছবি উপস্থাপন করা হবে। 

আরও পড়ুন - জ্যাকলিনের পর ম্যারাথন জেরার মুখে নোরা, আর্থিক তছরুপের মামলায় ৭ ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ 


পুষ্কর এবং গায়ত্রী পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারের প্রতি মোড়ে রয়েছে রোমাঞ্চর গন্ধ। কঠোর পুলিশ অফিসার সইফ আলি খান আকা বিক্রম ও কুখ্যাত গ্যাংস্টার হৃত্বিক রোশন আকা ভেধার জীবনের রোমাঞ্চকর গল্প নিয়ে টান টান উত্তেজনার এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে।
এই ছবির প্রযোজনায় থাকছেন  ভূষণ কুমার এবং এস শশীকান্ত। 

আরও পড়ুনবিছানায় উদ্দাম যৌনতার আগে এটাই চাই বিদ্যার, 'শেরনি'র বেডরুম সিক্রেট শুনলে ঘাম ঝরবে আপনার

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?