চারিদিকে খুদের দল আর মাঝখানে ফুটবল মাথায় দিব্যি ঘুমোচ্ছেন রাজকুমার, প্রকাশ্যে এল পোস্টার

Published : Jan 24, 2020, 05:13 PM IST
চারিদিকে খুদের দল আর মাঝখানে ফুটবল মাথায় দিব্যি ঘুমোচ্ছেন রাজকুমার,  প্রকাশ্যে এল পোস্টার

সংক্ষিপ্ত

সম্প্রতি আবারও ছক্কা হাঁকাতে আসছেন রাজকুমার রাও আপকামিং ছবি ছলাং-এর প্রথম লুক টুইটারে শেয়ার করলে অভিনেতা  ছবির প্রথম লুকেই বাজিমাত করেছেন অভিনেতা রাজকুমার রাও-এর বিপরীতে এই ছবিতে নুসরত ভরুচাকে দেখা যাবে

রাজকুমার রাও। বলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের তালিকায় রয়েছে রাজকুমারের নাম। একের পর এক ছবির চরিত্রে তিনি বাজিমাত করেছেন। সম্প্রতি আবারও ছক্কা হাঁকাতে আসছেন রাজকুমার রাও। আপকামিং ছবি 'ছলাং'-এর প্রথম লুক টুইটারে শেয়ার করলে অভিনেতা।  ছবির প্রথম লুকেই বাজিমাত করেছেন অভিনেতা। দেখে নিন ছবির পোস্টার।

আরও পড়ুন-পোশাকের ভিতর দিয়ে স্পষ্ট উন্মুক্ত শরীর, ট্রান্সপারেন্টে নেটদুনিয়ায় ঝড় তুললেন রিয়া...

 

 

ছবির পোস্টারে বেশ কয়েকজন কচিকাচা জার্সি গায়ে ঘিরে রয়েছে অভিনেতা। আর সকলের মাঝখানে একেবারে মধ্যমণি হয়ে লাল জার্সি পড়ে ফুটবল মাথায় হেলান দিয়ে শুয়ে রয়েছে রাজকুমার রাও।  রাজকুমার রাও-এর বিপরীতে এই ছবিতে নুসরত ভরুচাকে দেখা যাবে।

আরও পড়ুন-প্রকাশ্যে এল 'পৃথ্বীরাজ'-এর সংযুক্তার প্রথম লুক, শেয়ার করলেন মানুষী...


ছবির নাম শুরুতে অন্য ছিল। পরে ছবির নাম পরিবর্তন করে 'ছলাং' রাখা হয়। ছবিতে নুসরত, রাজকুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সতীশ কৌশিক, মহম্মদ জিশান, সৌরভ শুক্লাকে। এই প্রথমবার নয় , এই নিয়ে পাঁচ নম্বর ছবিতে হনসল মেহেতার পরিচালনায় অভিনয় করতে চলেছেন রাজকুমার।  ছবিটি মূলত উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। সামাজিক  কমেডি ভিত্তিক এই ছবি যে দর্শকদের মন কেড়ে নেবে তা বোঝা যাবে। চলতি বছরের মার্চ মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে।


 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত