
বড়দিনের দিনই বিনোদন জগতে নেমে এসেছিল ভয়াবহ আতঙ্ক। হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় দক্ষিণী দুনিয়ার সুপারস্টার রজনীকান্তকে। শারীরিক নানা অসুবিধার কারণেই এক বেসরকারী হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয় তাঁকে। করানো হয় কোভিড টেস্টও।
আরও পড়ুন- বড়দিনে সৃজিতের উপহার, সিরিজে ফেলুদার বাজিমাত, টোটা ঝড়ে কাবু দর্শক
প্রাথমিকভাবে করোনা সন্দেহ করলেও রিপোর্ট আসে নেগেটিভ। এরপর শরীরে রক্তচাপ ও নানা সমস্যার কারণে তাঁকে চিকিৎসকের কড়া নজরদারীতে রাখা হয়। হাসপাতাল পক্ষ থেকেই মিলেছিল সংবাদ, সুস্থই আছেন থালাইভা। পরিস্থিতি জটিল না হলে রবিবারই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল।
সেই মতই রবিবার দুপুরে ছুটি পেলেন রজনীকান্ত। তবে এখনই সেটে নয়। রীতিমত বেডরেস্টের পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা। ডাক্তারের অনুমতি ছাড়া এখনই ফেরা হবে না সেটে। অন্যদিকে বেশকিছু পরীক্ষা রেগুলার ভিত্তিতে করাতে হবে। পাশাপাশি এখন বেশকিছু দিন থাকবেন তিনি নির্দিষ্ট ডায়েটেই। স্বাস্থে কোনও জটিল সমস্যা নেই, তবে শরীরে এখনই আর ধকল নয়। সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিকিৎসারত ডাক্তারের পক্ষ থেকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।