রাখী সাওয়ান্তের নাক ফাটিয়ে দিলেন জ্যাসমিন, বিগ বসের অন্দরমহলে ভয়াবহ কাণ্ড

Published : Dec 30, 2020, 08:02 AM IST
রাখী সাওয়ান্তের নাক ফাটিয়ে দিলেন জ্যাসমিন, বিগ বসের অন্দরমহলে ভয়াবহ কাণ্ড

সংক্ষিপ্ত

বিগ বসের অন্দরমহলে ভয়াবহ কাণ্ড  জ্যাসমিনের সঙ্গে বচসা তুঙ্গে রেগে এ কী করলেন জ্যাসমিন রাখী মাথা তুলতে দেখা গেল রক্ত

ভয়াবহ চেহারা নিল বিগ বস ১৪। বিগ বস মানেই অন্দরমহলের তরজা। দীর্ঘ ১৪ বছর ধরে দর্শকদের ড্রইং রুমে জায়গা করে নিয়েছে এই রিয়ালিটি শো। সেলেবদের এক ছাদের তলায় নিয়ে এসে বিভিন্ন টাস্ক দিয়ে টিকিয়ে রাখার খেলা। যা এক নজরে বলতে গেলে সকলের খুব প্রিয়। কখনও খেলা কখনও আবার মান অভিমানের পালা। খেলার থেকে বেশি যেন বচসাই মাথা চারা দিয়ে ওঠে। 

আরও পড়ুন- ওয়ান অফ শোল্ডারে Hot দর্শনা, শরীরী আবেদনের জাদুতে ভরা ভিডিও

বিভিন্ন সময় হেডলাইনে বিগ বস জায়গা করে নেয় সেই বচসাকে হাতিয়ার করেই। এবারও তার ব্যতিক্রম হল না। ঘরে যখন উপস্থিত ড্রামা কুইন রাখী, তখন কি আর ড্রামার অভাব ঘটে। না, কখনই নয়। জ্যাসমিনের সঙ্গে রাখীর তর্ক সেই পর্যায় পৌঁচ্ছল। যা এর আগে কখনও ঘটেনি, এবার তারই সাক্ষী থাকতে চলেছে দর্শকেরা। মেরে রাখীর নাকই ফাটিয়ে দিলেন জ্যাসমিন। 

 

 

মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও। কয়েকদিন ধরেই রাখী ও জ্যাসমিনের মধ্যে নানা বিষয় ঠোকাঠুকি লেগেই রয়েছে। আর সেই তর্কই এমন পর্যায় পৌঁছলো, যে রাখী মাথা তুলতেই দেখা গেল ঝর ঝর করে রক্ত ঝরছে নাক থেকে। ঝগড়া মাত্রা ছাড়ালে রাখীর মুখে একটি মাস্ক জোর করে চাপিয়ে দিয়ে যান জ্যাসমিন। এরপরই রাখী মাথা ঠুকতে থাকেন টেবিলে, আর মাথা তুলতেই হতবাক সকলে, বাকি পর্বের জন্য অপেক্ষা করতে হবে, আর অপেক্ষায় থাকতে হবে পরিস্থিতি কীভাবে সামলান ভাইজান তার। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার