রাখী সাওয়ান্তের নাক ফাটিয়ে দিলেন জ্যাসমিন, বিগ বসের অন্দরমহলে ভয়াবহ কাণ্ড

  • বিগ বসের অন্দরমহলে ভয়াবহ কাণ্ড 
  • জ্যাসমিনের সঙ্গে বচসা তুঙ্গে
  • রেগে এ কী করলেন জ্যাসমিন
  • রাখী মাথা তুলতে দেখা গেল রক্ত

ভয়াবহ চেহারা নিল বিগ বস ১৪। বিগ বস মানেই অন্দরমহলের তরজা। দীর্ঘ ১৪ বছর ধরে দর্শকদের ড্রইং রুমে জায়গা করে নিয়েছে এই রিয়ালিটি শো। সেলেবদের এক ছাদের তলায় নিয়ে এসে বিভিন্ন টাস্ক দিয়ে টিকিয়ে রাখার খেলা। যা এক নজরে বলতে গেলে সকলের খুব প্রিয়। কখনও খেলা কখনও আবার মান অভিমানের পালা। খেলার থেকে বেশি যেন বচসাই মাথা চারা দিয়ে ওঠে। 

আরও পড়ুন- ওয়ান অফ শোল্ডারে Hot দর্শনা, শরীরী আবেদনের জাদুতে ভরা ভিডিও

Latest Videos

বিভিন্ন সময় হেডলাইনে বিগ বস জায়গা করে নেয় সেই বচসাকে হাতিয়ার করেই। এবারও তার ব্যতিক্রম হল না। ঘরে যখন উপস্থিত ড্রামা কুইন রাখী, তখন কি আর ড্রামার অভাব ঘটে। না, কখনই নয়। জ্যাসমিনের সঙ্গে রাখীর তর্ক সেই পর্যায় পৌঁচ্ছল। যা এর আগে কখনও ঘটেনি, এবার তারই সাক্ষী থাকতে চলেছে দর্শকেরা। মেরে রাখীর নাকই ফাটিয়ে দিলেন জ্যাসমিন। 

 

 

মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও। কয়েকদিন ধরেই রাখী ও জ্যাসমিনের মধ্যে নানা বিষয় ঠোকাঠুকি লেগেই রয়েছে। আর সেই তর্কই এমন পর্যায় পৌঁছলো, যে রাখী মাথা তুলতেই দেখা গেল ঝর ঝর করে রক্ত ঝরছে নাক থেকে। ঝগড়া মাত্রা ছাড়ালে রাখীর মুখে একটি মাস্ক জোর করে চাপিয়ে দিয়ে যান জ্যাসমিন। এরপরই রাখী মাথা ঠুকতে থাকেন টেবিলে, আর মাথা তুলতেই হতবাক সকলে, বাকি পর্বের জন্য অপেক্ষা করতে হবে, আর অপেক্ষায় থাকতে হবে পরিস্থিতি কীভাবে সামলান ভাইজান তার। 

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
Dilip Ghosh : '৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?', স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning