শরীরে ক্যান্সার, গুরুতর অসুস্থ রাখি সাওয়ান্তের মা, অস্ত্রপচারের কথা শুনেই ভেঙে পড়লেন রাখি

Published : Jan 10, 2021, 09:50 PM ISTUpdated : Jan 11, 2021, 05:17 AM IST
শরীরে ক্যান্সার, গুরুতর অসুস্থ রাখি সাওয়ান্তের মা, অস্ত্রপচারের কথা শুনেই ভেঙে পড়লেন রাখি

সংক্ষিপ্ত

বিগ বস ১৪-র প্রতিযোগী রাখি সাওয়ান্তের মা গুরুতর অসুস্থ অ্যাবডোমেন ক্যান্সারের দরুণ অস্ত্রপচার হতে চলেছে তাঁর বিগ বস হাউজে ভেঙে পড়লেন রাখি দিন কতক আগেই মায়ের সঙ্গে ভিডিও কলে কথা হয় রাখির

বিগ বস ১৪-তে ক্রমশ বাড়ছে হিংসা, ঘৃণা, ঝগড়া। সিদ্ধার্থ শুক্লা, গওহর খান, হিনা খান বিগ বস হাউজের সিনিয়র সেজে আসার সময় সকলের অনুমান ছিল, অতিরিক্ত সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে সমস্যা বাড়ল বিকাশ গুপ্তা, আরশি খান, রাখি সাওয়ান্ত, রাহুল মহাজন আসার পর। তবে তাঁরা যাওয়ার পর যেন হাউজমেটসদের মধ্যে সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নতুন সদস্যরা এসে কোনওভাবেই পুরনো সদস্যদের সঙ্গে মিলিমিশে থাকতে পারছে না। 

এরই মধ্যে পরিস্থিতি খানিক গম্ভীর হল রাখি সাওয়ান্তের মায়ের কারণে। অ্যাবডোমেন ক্যান্সারে আক্রান্ত তাঁর মা। কঠিন অস্রপচার হতে চলেছে তাঁর মায়ের। রাখির ভাই এই খবরটি রাখিকে দেয়। দিন কতক আগে রাখির সঙ্গে তাঁর মায়ের ভিডিও কলের মাধ্যমে কথা হয়। তখন তিনি জানতে পারেন, তাঁর মা বর্তমানে হাসপাতালে ভর্তি। গুরুতর অসুস্থ তিনি। মা-কে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। রাখির কারণে বাড়ির অন্যান্য সদস্যরা আবেগঘন হয়ে ওঠে। 

আরও পড়ুনঃBigg Boss ১৪ থেকে বিদায় নিল এই সদস্য, কান্নায় ভেঙে পড়লেন সলমন খান

 

 

রাখির ভাই রাকেশ সাওয়ান্তের কথায়, তিনিই এখন মায়ের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন। আগামী এক-দু'দিনের মধ্যেই অস্ত্রপচার হবে। রাখি এই মুহূর্তে নিজের পরিবারের কাছে ফিরতে পারবেন না। মায়ের পাশে এই সময় গিয়ে দাঁড়াতে পারবেন না। বিগ বস হাউজে থেকেই সমস্ত খবরাখবর পাবেন তিনি। বাড়ির মধ্যে থেকেই মায়ের সুস্থতার কামনা করছেন তিনি। তবে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন রাখি।   

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও