রেকর্ড গড়ল রামায়ণ, নেটফ্লিক্স-হটস্টারকে ছাপিয়ে ১৭০ মিলিয়ন দর্শক পেল দূরদর্শন

Published : Apr 03, 2020, 04:16 PM ISTUpdated : Apr 03, 2020, 04:20 PM IST
রেকর্ড গড়ল রামায়ণ, নেটফ্লিক্স-হটস্টারকে  ছাপিয়ে ১৭০ মিলিয়ন দর্শক পেল দূরদর্শন

সংক্ষিপ্ত

লকডাউনের জেরে টিভির পর্দায় ফিরে এসেছে রামায়ণ। প্রথম চারটি প্রদর্শনেই দর্শকের সংখ্যা ছুঁয়েছে ১৭০ মিলিয়ন। নেটফ্লিক্স, হটস্টারকেও ছাপিয়ে গেল দূরদর্শন।

নেটফ্লিক্স থেকে শুরু করে হটস্টার, অ্যামাজন প্রাইম সহ বহু অনলাইন অ্যাপকে ছাপিয়ে গেল দূরদর্শন। সেরার সেরা শিরোপা এখন দূরদর্শনের কাছে। নেপথ্যে রামায়ণ। লকডাউনের জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফের প্রদর্শিত হবে রামায়ণ, মহাভারত সহ আইকনিক কিছু ধারাবাহিক। গত সপ্তাহে শুরু হয়েছিল পুনঃসম্প্রচারিত হয় রামায়ণ। দিন চারেকের মধ্যে দর্শকের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৭০ মিলিয়নে। 

আরও পড়ুনঃডিসেম্বরে বিয়ে সারবেন আলিয়া-রণবীর, এই দিন থেকেই শুরু হবে অনুষ্ঠান

আরও পড়ুনঃভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের ওপর স্প্রে, যোগীর রাজ্য নিয়ে সরব স্বস্তিকা

প্রসার ভারতীর সিইও শশী থারুর ট্যুইট করে খবরটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। লকডাউনের জেরে হাসি ফুটেছে বহু মানুষের মুখে। এখনও একাধিক দর্শকদের কাছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং হটস্টার সহ বহু অ্যাপেরই সুবিধে নেই। বহু লোকজনের কাছে ইন্টারনেট বিষয়টিও এখনও সরগর হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে দূরদর্শনে প্রতিটি আইকনিক শো ফের প্রদর্শন করার উদ্যোগটি প্রশংসনীয়। 

 

আরও পড়ুনঃসানি লিওন নাকি সমকামী, প্রথম দেখে তেমনটাই ভেবেছিলেন স্বামী ড্যানিয়েল

রামায়ণের প্রথম সপ্তাহে বার্ক রিপোর্ট যদি এই দাঁড়ায় তাহলে শক্তিমান, মহাভারত, সার্কাস কীভাবে অনলাইনকে অ্যাপকে মাত দেবে সেটাই দেখার বিষয়। আশা করা যাচ্ছে নস্টালজিয়ায় ফিরে গিয়ে বাকি ধারাবাহিকগুলি এমনই রেকর্ড গড়বে। 

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?