রাম-সীতার স্মরণে কেন গিয়েছিলেন রাজীব, রহস্যের জট খুলল তিন দশক পরে

  • তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে দেখা গেল  'রামায়ণ' অভিনেত্রী দীপিকা চিকলিয়াকে
  • রাম ওরফে অরুণ গোভিলকেও দেখা গেছে রাজীব গান্ধীর সঙ্গে
  • সাদা-কালো ফ্রেমে ছবিটি প্রকাশ্যে আসতেই নস্টালজিয়াকে উস্কে দিয়েছেন অভিনেত্রী
  • সম্প্রতি নিজের সোশ্যালে একের পর এক থ্রো-ব্যাক ছবি শেয়ার করছেন অভিনেত্রী

নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবানী,   প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে দেখা গেল  'রামায়ণ' অভিনেত্রী দীপিকা চিকলিয়াকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সীতার এই ছবি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। তবে এবার তিনি একা নন, রামায়নের  রাম ওরফে অরুণ গোভিলকেও দেখা গেছে রাজীব গান্ধীর সঙ্গে। নিজের ইনস্টাগ্রামে  ছবিটি পোস্ট করেছেন রামায়ণের সীতা। সাদা-কালো ফ্রেমে ছবিটি প্রকাশ্যে আসতেই নস্টালজিয়াকে উস্কে দিয়েছেন অভিনেত্রী। দেখে নিন ছবিটি।

 

Latest Videos

 

সাল ১৯৮৭। সেই সময়কার ষষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রামায়ণ  টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজীব গান্ধী। ছবিটি পোস্ট করে নস্টালজিয়াকে যেন উস্কে দিয়েছেন অভিনেত্রী। তিনি ক্যাপশনে লিখেছেন, 'রামানন্দজির রাময়ণ সারাজীবন দর্শক মনে চিরস্থায়ী। এই রামায়ণ চলচ্চিত্র জগতে এক ইতিহাস রচিত করেছিল। এটাই হল সেই বিখ্যাত দিন যেইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল রামায়ণ টিমের' ।

আরও পড়ুন-শাহরুখের নামেই নিজের নাম রেখেছেন বলিউডের এই ব়্যাপার গায়ক, কারণ খোলসা করলেন নিজেই...

আরও পড়ুন-বালিশ দিয়ে নিজেকে মুড়লেন 'বাহুবলি' নায়িকা, নয়া ফ্যাশনে উষ্ণতায় মজেছে নেটিজেনরা...

দীর্ঘ ৩৩ বছর পর লকডাউনে ফিরে এসেছে নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক  'রামায়ণ', 'মহাভারত'।  ১৯৮৭ সালে ২৫ জানুয়ারি প্রথম সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। সমস্ত দর্শক সেদিনই প্রথম দেখেছিল পর্দার রাময়ণ। সেই রামায়ণ নিয়ে আবারও হাজির হয়েছে দূরদর্শন। 'রামায়ণ'-এর জনপ্রিয় চরিত্র সীতার কথা কার না মনে আছে। দীপিকা চিকলিয়া সীতার চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। দীর্ঘ ৩৩ বছর পরও আবার পর্দায় নতুন করে নজর কাড়ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা চিকলিয়া। সম্প্রতি নিজের টুইটারে একের পর এক থ্রো-ব্যাক ছবি শেয়ার করছেন অভিনেত্রী। এবং সেই সমস্ত ছবিতে পুরোনো স্বর্ণযুগে ফিরে গেছেন দীপিকা।

 

 

বেশ কয়েকদিন আগে নিজের টুইটারে  নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আডবানী, প্রাক্তন প্রধানমন্ত্রীর অটল বিহারীর বাজপেয়ীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই হয়তো জানেন না বলিউড ছবি 'সান মেরি লায়লা'-তে ডেবিউ করেছিলেন অভিনেত্রী। যা বক্স অফিসে ভাল সাড়া ফেলেনি। শুধু অভিনয়ই নয় কিছুদিনের জন্য রাজনীতিতেও যোগ দিয়েছিলেন অভিনেত্রী। যদিও পরে সংসারের কারণে সংসদ সদস্য পদ তিনি ছেড়ে দিয়েছিলেন। রামায়ণের বিখ্যাত চরিত্র সীতা ওরফে দীপিকাও  ভীষণ খুশি হয়েছেন।দীর্ঘ ৩২-৩৩ বছর পর পর্দায় আবারও নিজের অভিনয় দেখতে পেরে ভীষণও আপ্লুত অভিনেত্রী।শুধু তাই নয়,  এখনও সীতার পরিচিতিতেই বেঁচে রয়েছেন অভিনেত্রী। রামায়ণের পরেও টিপু সুলতান, বিক্রম বেতালের মতো বেশ কয়েকটি জনপ্রিয়  সিরিয়ালেও দেখা গিয়েছিল দীপিকাকে।


 

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury